আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদরের ২নং পূর্ব ইউনিয়ন বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালীটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালী ও পথসভায় উপস্থিত ছিলেন, ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ এম এ জাহের, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হুদা, সাধারণ স¤পাদক মোঃ আফছার উদ্দিন কালাম ও সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বেপারী, সহসভাপতি সিরাজ সিকদার, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সহ-সম্পাদক আলাউদ্দিন বেপারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল মোল্লাসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৩২ ২৫৯ বার পঠিত