বোরহানউদ্দিনের ‘জিনের বাদশা’ কালা হুজুর আটক

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনের ‘জিনের বাদশা’ কালা হুজুর আটক
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক কালা হুজুরকে (২৫) আটক করেছে র‌্যাব-৮। এই প্রতারকের মূল নাম নাজিম উদ্দিন হাওলাদার। তিনি বোরহানউদ্দিন থানাধীন চকডোসা এলাকার নিরব হাওলাদারের ছেলে। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিনের বাদশা পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি গত ১৫ দিন আগে র‌্যাব-৮ এর নজরে পড়ে।

---

এর পরপরই এ বিষয়ে র‌্যাব-৮ এর অধীন ভোলা ক্যা¤প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়।
পরবর্তীতে শনিবার (০৩ ডিসেম্বর) এএসপি মো. জামাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন চাঁননীরহাট বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া জিনের বাদশা নাজিম উদ্দিন হাওলাদারকে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটক নাজিম উদ্দিন হাওলাদার কখনো মাওলানা কামরুজ্জামান, আবার কখনো কালা হুজুর (জিনের বাদশা) হিসেবে পরিচয় দিয়ে আসতেন। জিন-পরী ও তান্ত্রিক বিদ্যা দিয়ে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে আসছিলেন তিনি। এভাবেই প্রতারণা জাল ফেলে সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে এই নাজিম উদ্দিন।
আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম উদ্দিন স্বীকার করেছেন, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট দিয়ে থাকেন। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে  বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নিতেন তিনি।
আটক জিনের বাদশা খ্যাত কালা হুজুর ওরফে নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এএসপি মো. জামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪২   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার



আর্কাইভ