ভোলায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা পরিষদ। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা পরিষদ আয়োজিত ‘শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়। এ বছর মেধাবী ৫৬২জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও ৭ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

---

শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অষ্ট্রেলিয়ার সেন্টাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস অ্যান্ড ডল, হেড অফ কোর্স, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অষ্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এর অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা, আদর্শ প্রাণিশেবা লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক, শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পরিষদের সদস্য খাদিজা আক্তার স্বপ্ন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হচ্ছ নক্ষত্রের মতো। আকাশে যেমন নক্ষত্রগুলো নিজ নিজ যায়গায় তার আলো ছড়ায়। তেমনি তোমরা সুশিক্ষা শিক্ষিত হয়ে নিজ নিজ যায়গায় প্রতিষ্ঠিত হবে। আর নক্ষত্রের মতো যার যার স্থানে আলো ছড়াবে। আজ তোমরা ভালো রেজাল্ট করে মেধা বৃত্তি পেয়েছো। তোমাদের সামনের দিনগুলোতে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে দৃঢ়তার সাথে সকল বাধাঁ অতিক্রম করে এগিয়ে যাবে। তোমরা আগামী দিনে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তোমরা মানুষের জন্য, মানবতার জন্য, দেশ ও পৃথিবীর জন্য নিজেকে বিলিয়ে দিবে। তোমাদের হাত ধরেই এই দেশ, সমাজ একটি সুসংগঠিত, উন্নত ও বাসযোগ্য হবে।

বাংলাদেশ সময়: ০:২৭:২৫   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ