লালমোহনে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে নাজমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ঐ গৃহবধূর স্বামী শাহিন পলাতক। শনিবার সকালে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকার খনকার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নাজমা একই ইউনিয়নের চতলা গ্রামের প্রবাসী রতন মাঝির মেয়ে।
নাজমার দাদা কাঞ্চন মাঝি বলেন, সাত বছর আগে দিঘীর পাড় এলাকার আব্দুল মালেকের ছেলে শাহিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাজমার। তাদের দা¤পত্য জীবনে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। শাহিন এবং নাজমার মধ্যে প্রায় সময়ই ঝগড়া হতো। শনিবার সকালে আমাদেরকে এসে নাজমার মৃত্যুর খবর জানায় তার দেবর।

তিনি আরো বলেন, খবর পেয়ে আমরা গিয়ে দেখি নাজমার লাশ নিচে নামিয়ে রাখা হয়েছে। তবে তার স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ গিয়ে নাজমার লাশ থানায় নিয়ে আসে।
লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধা বলেন, স্থানীয় গ্রাম পুলিশ নাজমার মৃত্যুর বিষয়টি আমাদের জানান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি নাজমার লাশ নিচে নামিয়ে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানতে চাইলে ঐ বাড়ির লোকজন জানিয়েছে নাজমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। নাজমাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী শাহিন লাশ নামিয়ে রেখে পালিয়ে যান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০:৪৫:০৮   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার



আর্কাইভ