চরফ্যাশন প্রতিনিধি ॥
শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়াসে প্রতিবছরের ন্যায় চরফ্যাশন পৌরসভায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পরিষ্কার পরিছন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র এম মোরশেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। এছাড়াও সাংবাদিক, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌর মেয়র মো. মোরশেদ বলেন, এই দিবস পালনের মূল লক্ষ্য হল যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে মানুষকে সচেতন করা। চরফ্যাসন পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে রাত থেকে ভোর পর্যন্ত কর্মচারীরা পরিষ্কারের কাজ করে থাকে। শুধু পরিচ্ছন্ন কর্মীদের পক্ষে পৌর শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। প্রয়োজন একাগ্রতা,
ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের। শেষে পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মীদের শাড়ি, লুঙ্গি সহ বেতন বৃদ্ধি করার ঘোষণা দেন পৌর মেয়র মোরশেদ।
বাংলাদেশ সময়: ২১:২৫:৫১ ২৬২ বার পঠিত