লঞ্চ সংকটে অবৈধ ট্রলারে ঝূঁকিপূর্ণ যাতায়াত, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

প্রচ্ছদ » অপরাধ » লঞ্চ সংকটে অবৈধ ট্রলারে ঝূঁকিপূর্ণ যাতায়াত, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
বুধবার, ২৭ এপ্রিল ২০২২



ছোটন সাহা ॥
ঈদকে সামনে রেখে ভীড় বাড়ছে ভোলা-লক্ষীপুর রুটে। কিন্তু ঈদ উপলক্ষ্যে এ রুটে বাড়ানো হয়নি কোন লঞ্চ। এতে চরম দুর্ভোগে পড়ছেন এ রুটের যাত্রীরা। লঞ্চ-সিট্রাকের অভাবে বাধ্য হয়েই যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন। বিপজ্জনক এ রুটে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ন পারাপারের কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। এতে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিয়ে দেখা দিয়েছে শংঙ্কা।

---

জানা গেছে, ভোলার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে নৌ পথ। তাই ওই সব অঞ্চলের যাত্রীদের ভোলা-লক্ষীপুর রুট ব্যবহার করতে হয়। এ রুটটি ডেঞ্জার জোনের আওতায় থাকায় শুধুমাত্র সি ট্রাক ও সি-সার্ভে সনদধারী লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়লেও এ রুটে  বাড়ানো হয়নি কোন লঞ্চ। বর্তমানে এ রুটে ২টি সি ট্রাক ও ১টি লঞ্চ চলাচল করলেও যাত্রী চাপ কিছুতেই কমানো যাচ্ছে না। তাই যাত্রীদের বাধ্য হয়েই ছোট ছোট ট্রলারে পারাপার হচ্ছেন যাত্রীরা। পরিবারের সাথে ঈদ করতে আসা মানুষকে চরম দুর্ভোগে উপেক্ষা করে বাড়ি ফিরতে হচ্ছে।
যাত্রী তানিয়া রহমান বলেন, এ রুটটি অনেক গুরুপ্তপূর্ণ কিন্তু এখানে লঞ্চ কম খাকায় মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মাকসুদ রহমান ও ফারুক বলেন, ঈদ উপলক্ষে ভোলা-লক্ষীপুর রুটে লঞ্চ বাড়ানো হয়নি, তাই বাধ্য হয়ে যাত্রীরা ট্রলারে যাতায়াত করছে।
অভিযোগ উঠেছে, ঈদকে সামনে রেখে এ রুটে আরো লঞ্চ বাড়ানোর দাবী জানানো হলেও তা বাস্তাবায়ন হয়নি। তাই এক শ্রেণীর প্রভাবশালী চক্র অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপার করছে। অভিযান না থাকায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।এতে যে কোস সময় দুর্ঘটনার আশংকা রয়েছে।
অবৈধ ট্রলারে যাত্রী পারপার বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন ইলিশা নৌ-পুলিশেরর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল বলেন, লঞ্চ সংকট থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রলারে পারাপার হচ্ছেন। আমরা নিয়মিত অভিযান করছি।
ভোলা নৌ-বন্দরের বিআইডব্লিটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে খুব শিগ্রই আরো ৩টি লঞ্চ দেয়া হবে। তখন আর মানুষের এমন ভোগান্তি থাকবে না।

বাংলাদেশ সময়: ১:৪৬:৪৯   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার



আর্কাইভ