ইলিশা ঘাটে সিসি ক্যামেরা স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন

প্রচ্ছদ » জেলা » ইলিশা ঘাটে সিসি ক্যামেরা স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২



রাকিব হাওলাদার ॥
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের জংশনস্থ লঞ্চঘাট, ফেরিঘাটসহ আশপাশ এলাকার নিরাপত্তা বিধানকল্পে সিসি ক্যামেরা স্থাপন কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে। ১৪নং পূর্ব ইলিশা বিট পুলিশিং এর আয়োজনে সোমবার (২৫ এপ্রিল) বিকালে ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকায় এই সিসি ক্যামেরা স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

---

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ফরহাদ সরদার, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ইলিশা নৌপুলিশের ওসি মো. শাহাজালাল, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন বাবুল প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান রহমান।
এসময় পুলিশ সুপার তার বক্ত্যেবে বলেন, ইলিশা লঞ্চঘাটসহ আশাপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করায় মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ নানা ধরণের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও অপরাধী শনাক্তেও পুলিশের পক্ষে সহজ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইলিশাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১:১২:০৭   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই ॥ পাঁচ কোটি টাকা ক্ষতি
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে



আর্কাইভ