শনিবার, ১১ মে ২০২৪

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার সিস্টেম ও করোনা সুরক্ষায় যন্ত্র স্থাপন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার সিস্টেম ও করোনা সুরক্ষায় যন্ত্র স্থাপন
বুধবার, ২৪ নভেম্বর ২০২১



মনপুরা প্রতিনিধি ॥
জেলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে সোলার সিস্টেম এবং কোভিড-১৯ সুরক্ষায় বিভিন্ন যন্ত্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে বাস্তবায়িত ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা। বক্তব্য দেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেকসের আরএমও ডা: নাইম আহমেদ, জাইকার ইউজিবিএফ সুশান্ত মজুমদার, ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন মিয়া।

---

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে মোট ৬৩শ’ ওয়ার্ডের ২১টি সোলার প্যানেল, সোলারের ব্যাটারি ১৪টি, ২৫শ’ ভোল্টের ৪টি আইপিএস, চার্জ কন্ট্রোলার ২টি, আর্থিং ২টি, ফ্যান ২১ টিসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি রয়েছে। এছাড়া কোভিড-১৯ সুরক্ষায় ২০টি অকসিজেন সিলিন্ডার, ২০টি বিছানা, পালস অকসিমিটার ১০০টি, ইসিজি মেশিন ১টিসহ অনান্য সুরক্ষা সামগ্রী স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়ুবুর রহমান বলেন, সোলার সিস্টেম চালু হওয়াতে ইমার্জিন্সি সময়ে চিকিৎসা সেবা দিতে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০:১০:৫৪   ২৩৯ বার পঠিত