ভোলার ৩০ মন্দিরে জেলা পরিষদের শুভেচ্ছা অনুদান

প্রচ্ছদ » জেলা » ভোলার ৩০ মন্দিরে জেলা পরিষদের শুভেচ্ছা অনুদান
রবিবার, ১০ অক্টোবর ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা বিভিন্ন স্থানের ৩০টি মন্দিরে জেলা পরিষদের পক্ষ  শুভেচ্ছা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। রবিবার (১০ অক্টোবর) সকালে ভোলা জেলা পরিষদ কার্যালয় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহ ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ এর হাতে সদর উপজেলার ৩০টি মন্দিরের জন্য এ অনুদান তুলে দেয়া হয়।
এ সময় সদর উপজেলার ৩০টি মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত থেকে এই শুভেচ্ছা অনুদান গ্রহন করেন। এ সময় দূর্গাপূজা উপলক্ষে সকল হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
এসময় আবদুল মমিন টুলু বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের মুক্তিকামী সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ধর্মের ভেদাভেদ ভুলে এক যোগে কাজ করছে। তাই আমাদের সকলের উচিত ধর্ম, গোত্র ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করা।
উল্লেখ্য, এ বছর জেলায় ১১৬টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪১   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ