শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় ভিজিডি কর্মসূচির অবহিতকরণ সভা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ভিজিডি কর্মসূচির অবহিতকরণ সভা
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত ভিজিডি কর্মসূচির অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অগ্রদূত সংস্থা-এএস এর সহযোগিতায় এই অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

---

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার  নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।
এ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, অগ্রদূত সংস্থা-এএস এর নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।
সভায় দুঃস্থ নারীদের উন্নয়নে ভিজিডি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, অগ্রদূত সংস্থা-এএস এনজিও প্রশিক্ষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ভিজিডি কর্মসূচির আওতায়ধীন সুবিধাভোগী নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের জন্য ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে অগ্রদূত সংস্থা-এএস এনজিও ৮জন প্রশিক্ষকে উপজেলার সকল ইউনিয়ন এর চেয়ারম্যান ও সচিবদের সাথে পরিচয় করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৩   ৩৩৩ বার পঠিত