শনিবার, ১১ মে ২০২৪

মেহেন্দিগঞ্জে অসহার জমি দখল করে মাছ চাষ ॥ বাঁধা দেওয়ায় গুম করার হুমকি

প্রচ্ছদ » অপরাধ » মেহেন্দিগঞ্জে অসহার জমি দখল করে মাছ চাষ ॥ বাঁধা দেওয়ায় গুম করার হুমকি
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে আসহায় কৃষকের জমি জবর দখল করে মাছ চাষ পাশাপাশি তাদের বাঁধা দিলে গুমকরার হুমকির অভিযোগ ওঠে প্রভাবশালি ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী এর সহ-সভাপতি ও তার ভাই বিরুদ্ধে।

---

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, আলিমাবাদ ইউনিয়ন ৫নং ওয়ার্ড গাগড়িয়া এলাকার বাসিন্দা মোতাহার সিকদার এর ভোগদখলিয় আড়াইকানী কৃষি জমি প্রভাবশালি ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী এর সহ-সভাপতি জহিরুল ইসলাম ও তার ভাই মনসুর ওই জমি থেকে মাটি ক্রয় করার কথা বলে দির্ঘ্য দুই বছর যাবৎ জমি জবর দখল করে মাছ চাষ করে আসছে।
এ বিষয়ে জমির মালিক মোতাহার সিকদারের সাথে কথা হলে তিনি বলেন, বছর দুয়েক আগে আমার ভোগদখলীয় কৃষিজমি থেকে মাটি কিনে নেওয়ার কথা বলে ১২ হাজার টাকার বিনিময়ে ভোলার প্রভাবশালি ও পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী এর সহ-সভাপতি জহিরুল ইসলাম ও তার ভাই মনসুর পুকুর খনন করেন। এবং ওই পুকুরে দির্ঘ্য দিন যাবৎ মাছ চাষ করছে। এ কাজে তাদের বাঁধা দিলে নানা সময়ে গুম ও জবাই করার হুমকি দিয়ে আসছেন তারা।
এ বিষয় অভিযুক্ত মনসুর এর সাথে কথা বললে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। মূলত এটা আমাদের ক্রয়কৃত জমি। মোতাহার সিকদার এর ভাইর কাছ থেকে আমরা এই জমি ক্রয় করেছি তার কোন জমি আমাদের দখলে নেই।
এ বিষয় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ বিষয় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:০০   ৩৪১ বার পঠিত