শনিবার, ১১ মে ২০২৪

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
চাল, ডাল তেল চিনির দাম বাড়িয়ে থামছে না সরকার, এবার বাড়াচ্ছে গ্যাসের দাম। যত ভোগান্তি সব জনগনকে পোহাতে হবে। গণতান্ত্রিক দেশে এমনটি হতে পারে না। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ কিমিউনিস্ট পার্টির ভোলা শাখার উদ্যোগে আয়োজিতে মানববন্ধন সভায় সভাপতির ভাসনে কমিউনিস্ট নেতা মোবাশ্বির উল্লাহ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, দেশ আজ লুটেরাদের দখলে। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে লুটপাট হচ্ছে না। লুটপাটের পাল্লায় আওয়ামী লীগ’র সোনার ছেলেরা এগিয়ে আছেন। দূর্নীতি লুটপাট বন্ধ না করে নির্লজের মত বলা হয় এসব তো বিএনপির আমলেই শুরু হয়েছে। এসব বলে আওয়ামী সরকার কি বুঝাতে চায়? বিএনপির দোহাই দিয়ে আওয়ামী সরকার তার সোনার ছেলেদের লুটপাটের বৈধতা দিতে চায়? বর্তমান আওয়ামী সরকার স্বাধীনতার স-পক্ষের শক্তি এ দোহাই দিয়েও লুটপাট দূর্নীতির সুযোগ নিচ্ছে। দেশে আজ প্রধান সমস্যা লুটপাট ও দুর্নীতি। ইউপি নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত সর্বক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে আওয়ামী লুটেরাদের ক্ষমতায় বসান হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট নেতা এডঃ সোহেল আহমেদ, অধ্যাপক জোদ্দার, যুবনেতা জাহাঙ্গির আলম নান্নু।
সভায় বক্তাগন বলেন, প্রধানমন্ত্রি শেখ হাসিনা বারবার বলে আসছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সএ আছে
অথচ তার অধিকাংশ দলীয় লোকজন দুর্নীতিতে নিমজ্জিত।
বক্তাগন বলেন, এই সরকার জনগনের সরকার নয়। জনগনের সরকার প্রতিষ্ঠায় জনগনকে ঐক্যবদ্ধ হতো হবে।

বাংলাদেশ সময়: ০:০৭:২৫   ৪০২ বার পঠিত