দৌলতখানে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ
শনিবার, ১৭ জুলাই ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে রিকশাচালকের স্ত্রী চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মহসিন মাঝির বিরুদ্ধে। দৌলতখান পৌর ২নং ওয়ার্ডে সপ্তাহ খানেক আগে ঘটনাটি ঘটলেও লোকলজ্জা ও সংসার ভেঙে যাওয়ার ভয়ে এ ব্যাপারে ধর্ষিতা এতদিন মুখ বুজে ছিলেন। ধর্ষক মহসিন মাঝির ছেলে-মেয়েরা ভিকটিমের চরিত্র নিয়ে নানা অপবাদ দেয়ার কারণে ভিকটিম মুখ খোলেন।
শনিবার সরেজমিনে গেলে ভিকটিম সাংবাদিকদের বলেন, তার স্বামী একজন রিক্সাচালক। রোজ গারের জন্য প্রতিদিন রিকশাচালিয়ে গভীর রাতে বাড়ি ফেরেন। দরজা আটকিয়ে রাতে ঘুমিয়ে পড়লে স্বামী এসে অনেক সময় আমার ঘুমের কারণে দরজায় দাড়িয়ে থেকে বিরক্ত হয়ে যান। এ জন্য দরজার সিটকিনি না আটকিয়ে চাপ দিয়ে রাখতে স্বামীর নির্দেশ ছিলো। আর এ সুযোগ নিয়ে কয়েক  দিন আগে রাত সাড়ে এগারোটায় প্রতিবেশী মৃত মোখলেছুর রহমানের ছেলে মহসিন মাঝি (১১ সন্তানের জনক) দরজা খুলে ঘরে ঢুকে আমার মুখ চেপে রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। যাওয়ার সময় সে এ ঘটনা কাউকে জানালে আমার সংসার ভেঙে দেয়ার এমনকি জানে মেরে ফেলার হুমকী দেয়। আমি লোকলজ্জা ও সংসার ভেঙে যাওয়ার ভয়ে এ ঘটনা কাউকে জানাতে পারিনি। কিন্তু মহসিন মাঝির ছেলে মেয়েরাই এখন আমার বিরুদ্ধে চারিত্রিক কুৎসা রটাচ্ছে। শনিবার সকালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মহসিন মাঝি সটকে পড়লে তার বক্তব্য জানা যায়নি। তার ছেলে আল আমিন জানান তিনি বাংলাবাজার গিয়েছেন। এদিকে সাংবাদিকরা ওই স্থান ত্যাগ করার পর মহসিন মাঝির ছেলে মেয়েরা ভিকটিমকে হুমকী ধমকী দিয়ে ভয়থীতি প্রদর্শন করছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে। এ ঘটনার পর শনিবার সকালে ভিকটিম বাদি হয়ে মহসিন মাঝিকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৮   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার



আর্কাইভ