লালমোহন লর্ডহাডিঞ্জ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহন লর্ডহাডিঞ্জ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
মঙ্গলবার, ২৯ জুন ২০২১



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার ৯নং লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২০২১-২০২২ সালের বাজেট ঘোষনা করা হয়েছে। ২৪ জুন ২০২১ইং বৃহস্পতিবার সকালে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া। ২০২১-২০২২ সালে মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার ৭শত ২ টাকার বাজেট প্রদান করেন তিনি। বাজেট ঘোষনার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লর্ডহাডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইফসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি আবাদুল কাদের মিয়া, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ গনি মাস্টার, সৈয়দাবাদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোসলেউদ্দিন প্রমূখ।

---

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বাদ যায়নি লর্ডহাডিঞ্জ ইউনিয়ন। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য এই এলাকার গণমানুষের নেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর বলিষ্ঠ নেতৃত্বে এই লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রাস্তাঘাট, পুল, কালভার্ট, আবাসন, খালখননসহ বিভিন্ন উন্নয়নের কাজ হয়েছে ও বর্তমানে চলমান রয়েছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকলে লালমোহন উপজেলার মধ্যে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন হবে উন্নয়নের মডেল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২২:২১:৫৭   ৭৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত



আর্কাইভ