এক বছরের জন্য দেশে ফিরছে শাবনূর

প্রচ্ছদ » বিনোদন » এক বছরের জন্য দেশে ফিরছে শাবনূর
সোমবার, ১২ জুন ২০১৭



---
বিনোদন ডেস্ক ॥
অনেক দিন ধরেই চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন ঢাকাই ছবির প্রিয়মুখ শাবনূর। সেন্সর বোর্ড থেকে এরইমধ্যে ছাড়পত্র পেয়েছে বেশ আগে করা তার অভিনীত আলোচিত ছবি ‘পাগল মানুষ’। গত রোববার বিনা কর্তনে সেন্সর বোর্ড এ ছাড়পত্র দিয়েছে। এদিকে শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া থাকলেও কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন বলে মানবজমিনকে জানিয়েছেন তার মা আমেনা বেগম। তিনি বলেন, আমি কয়েক দিন ধরেই অসুস্থ। শাবনূর প্রায় প্রতিদিনই কয়েক বার ফোন দিচ্ছে। ঈদের দুদিন আগে সে ঢাকায় আসবে। এবার এক বছরের জন্য দেশে ফিরছে শাবনূর। এসে বেশ কিছু কাজও করারও
ইচ্ছে আছে তার। কয়েক মাস ধরেই ‘থাইরয়েড’ রোগে ভুগছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। এ বিষয়ে জানতে চাইলে শাবনূরের মা বলেন, ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে। তবে আরো কিছুদিন ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খেতে হবে। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’।
আর ২০১১ সালের জুন মাসে এ অভিনেত্রী ‘পাগল মানুষ’ ছবির কাজ শুরু করেন। ২০১২ সালের ২৯শে ডিসেম্বর ছবির শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ ছবির পরিচালক এম এ মান্নান। পরে ছবিটি শেষ করেন বদিউল আলম খোকন। এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাহেন। ঈদের পর ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর শাবনূর এবার দেশে ফিরে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে কাজ করার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০২   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ
জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত
ভোলায় ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও পিঠামেলা শুরু
শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ
ভিন্ন রকম ৬ গল্পে বাণী কাপুর
জয়ার অন্যরকম অভিষেক
ভোলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল গণজাগরনের সাংস্কৃতিক উৎসব
অভিনয়ের মাধ্যমে বাল্যবিয়ে রোধে ভোলায় পথনাটক



আর্কাইভ