উপস্থাপক হিসেবে এবারই প্রথম অপু

প্রচ্ছদ » বিনোদন » উপস্থাপক হিসেবে এবারই প্রথম অপু
সোমবার, ১২ জুন ২০১৭



---
বিনোদন ডেস্ক ॥
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে এই প্রথম দর্শক দেখতে পাবেন টিভি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’-এর ভিন্ন ভিন্ন পর্বে সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। এর মধ্যে একটি পর্বের উপস্থাপনায় থাকছেন অপু বিশ্বাস। একেক তারকার নিজের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির এক একটি পর্ব। প্রতিটি গানের শুটিং করার আগে সংশ্লিষ্ট তারকা নিজেই বর্ণনা করেছেন নিজের অভিজ্ঞতা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতোমধ্যে ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ইন্টারেষ্টিং লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। তাই আর দেরি করলাম না, এক কথায় রাজী হয়ে গেলাম। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে। এদিকে অনুষ্ঠানের নির্মাতাসূত্রে জানা গেছে, অপু বিশ্বাস নিজের উপস্থাপিত পর্বে ঢালিউডের শীর্ষনায়ক ও স্বামী শাকিব খান সম্পর্কেও অনেক অজানা কথা জানাবেন। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২৩   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ
জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত
ভোলায় ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও পিঠামেলা শুরু
শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ
ভিন্ন রকম ৬ গল্পে বাণী কাপুর
জয়ার অন্যরকম অভিষেক
ভোলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল গণজাগরনের সাংস্কৃতিক উৎসব
অভিনয়ের মাধ্যমে বাল্যবিয়ে রোধে ভোলায় পথনাটক



আর্কাইভ