লালমোহনের দারিদ্র পিতার মেধাবী ছাত্র আনোয়ারের বাঁচার আকুতি

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনের দারিদ্র পিতার মেধাবী ছাত্র আনোয়ারের বাঁচার আকুতি
সোমবার, ৫ এপ্রিল ২০২১



নুরুল আমিন, লালমোহন ॥
ভোলার লালমোহনের লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চর প্যায়ারীমোহন গ্রামের বাসিন্দা অসহায় দিনমজুর বৃদ্ধ মো: নুরুজ্জামানের কনিষ্ঠ সন্তান ভোলা সরকারী কলেজের ¯œাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্র মো. আনোয়ার গত ১লা এপ্রিল (বৃহস্পতিবার) এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে দুই হাত ও বাম পা স¤পূর্ণ ভেঙ্গে যায়। এখন তিনি রাজধানীর ঢাকার শ্যামলী ডিএসকে হাসপাতাল (দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র) ২য় তলার ১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার দু’হাত ও পা দ্রুত অপারেশন করতে হবে এতে তার ব্যায় হবে প্রায় ৫ লক্ষ টাকা। দারিদ্র পিতার পক্ষে তার চিকিৎসার খরচ যোগানো স¤ভব নয়।

---

জানা যায়, আগত মেধাবী ছাত্র আনোয়ার পড়ালেখার পাশাপাশি ভোলা জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন জেলা ফুট বল টিমের একজন নিয়মিত নামকরা খেলোয়াড়। তিনি জেলা উপজেলায় খেলোয়ার হিসেবে সুনামের সহিত পুরস্কারও পেয়েছেন। তার চিকিৎসার খরচের জন্য দেশের হৃদয়বানও ভিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন আহত মো: আনোয়ারের পরিবার।
গুরুতর আহত মেধাবী ছাত্র আনোয়ারের বড় ভাই মো: আলআমিন বলেন, আমাদের বসত ভিটা ব্যতীত কোন জায়গা জমিন নেই, পরিবারের ভরনপোষন করা ও ছোট ভাইয়ের চিকিৎসার খরচ জোগানো আমার বৃদ্ধ বাবা বা আমার পক্ষে সম্ভব নয়। যোগাযোগ ও সহযোগিতার নাম্বার, বিকাশ- ০১৭০৮৬৬৪৪২৯, রকেট- ০১৭৮৩৩৪৯৮০০। গরিব ও মেধাবী ছাত্র আনোয়ারকে বাঁচাতে সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ২:২৪:২৮   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
নির্মাণাধীন ভবনের বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
রিকশার প্যাডেল চেপে জীবিকা জোগান বৃদ্ধ মালেক
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ
স্বামীর কথা রাখতে ঝুপড়ি ঘর আঁকড়ে আছেন ছবরজান
নানাবাড়ির পুকুরে ডুবে নিথর শিশু সাফওয়ান



আর্কাইভ