ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে ভোলায় বিডিএস’র মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে ভোলায় বিডিএস’র মানববন্ধন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০



স্টাফ রিপোর্টার ॥
সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষনকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার জেলার বৃহত্তম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি’ (বিডিএস) এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

---

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সেক্রেটারী মোঃ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ।
‘ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি’ (বিডিএস) এর আহ্বায়ক মোঃ সোলায়মান মামুন এর সভাপতিত্বে মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন, বিডিএস এর উপদেষ্টা জাকির হোসেন সবুজ, নাজিম উদ্দিন নিক্সন, নবীর হাসান, যুগ্ম আহ্বায়ক এম শাহরিয়ার জিলন, ইয়ামিন হাওলাদার, জিএম ছানাউল্লাহ প্রমুখ।
বিডিএস এর যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মুন্না সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিডিএস’র শেখ ফরিদ, মোঃ আলী, মোঃ জামাল উদ্দিন, মোঃ মেহেদি হাসান, মোঃ হারুন, মোঃ জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কোন অন্যায়কে প্রশয় দেয়না। ছাত্রলীগ নামধারী ধর্ষনকারীদেরও কোন ছাড় হবে না। এরা আ’লীগের কেউ নয়। এরা ধর্ষক এটাই বড় পরিচয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
বিশেষ অতিথি তরিকুল ইসলাম কায়েদ বলেন, ধর্ষক ধর্ষনকারী হিসাবে পরিচিত, কে কোন দলের সেটা বড় কথা নয়। এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের দাবী।
বিডিএসের আহ্বায়ক মানবন্ধনে বিভিন্ন দাবী উপস্থাপন করেন। দাবীগুলো হলো, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে। মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে প্রেরণ করাতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। সকল ধর্ষণ মামলার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

বাংলাদেশ সময়: ০:০৪:৫১   ৫৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে



আর্কাইভ