বোরহানউদ্দিনে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিনে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার
শনিবার, ৬ আগস্ট ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
অস্থিতিশীল হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিনে কাঁচা মরিচের বাজার। এদিকে, মাত্র ৩ দিনের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ১৭০ টাকা থেকে ২৫০ টাকা হয়েছে। কেজিতে বেড়েছে প্রায় ৮০ থেকে ৯০টাকা। বর্তমানে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০টাকা দরে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিন আগে তীব্র গরম ও সম্প্রতি দুই/তিন দিনের বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে মরিচের। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

---

নিবার (৬ আগস্ট) সকালে বোরহানউদ্দিন পৌর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে লাগছে ৭৫ টাকা। সে হিসাবে কেজি প্রতি দাম পড়ছে ৩০০ টাকা। ৩দিন আগেও ২০০টাকার নিচে ছিল কাঁচা মরিচের দাম।
খুচরা বিক্রেতা রিয়াজ, দুলাল, শফিকসহ বেশ কয়েকজন জানান, আমরা ২৫০ টাকায় কাঁচা মরিচ কিনি। ভোক্তাদের কাছে ৩০০ বা তার চেয়ে একটু কম দামে বিক্রি করি। আমরা এক পাল্লায় কিনি। তারপর ১০০, ২০০ গ্রাম করে বিক্রি করি। এখানে আমাদের ঘাটতি আছে। তাছাড়া কেজিতে কিছু পচে যায়। সবাই বলেন, আমরা নীরব স্টোরের নীরব এর কাছ থেকে পাইকারি  ২৫০টাকা কেজি ধরে মরিচ কিনেছি।
তবে নীরব ব্যবসায়ী জানায়, বরিশাল মোকাম থেকে আমি ২২১টাকা কেজি ধরে মরিচ কিনেছি। তারপর পরিবহন খরচ। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় সরবরাহ কমে যাচ্ছে। বরিশাল আড়তগুলো থেকে আমরা যে দামে মরিচ কিনেছি, সে অনুসারে বিক্রি করছি।
খুচরা বিক্রতা মাকসুদ বলেন, ৩দিন আগে ১৬০/১৭০ টাকা করে পাইকারি কিনে ২০০টাকা করে খুচরা বিক্রয় করি।
ভোক্তা তৌফিকুল ইসলাম বলেন, পরশুদিন আমি ২০০টাকায় ১কেজি কাঁচা মরিচ কিনেছি। আজ শুনছি ৩০০টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচ কিনতে আসা গৃহবধূ হাফসা বলেন, প্রতিদিন নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দু’দিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ২০০টাকা। আজ কিনতে হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে।
সেলিম নামক এক রিকসা চালক ২০ টাকার মরিচ কিনতে এসে, না কিনে চলে যান। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছামতো দাম বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন ভোক্তগন।
বোরহানউদ্দিন উপজেলানির্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান জানান, বাজারের দাম স্থিতিশীল রাখার জন্য মনিটরিং কার্যক্রম জোড়দার করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার এইচএম শামীম জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা, বৃষ্টি ও পরিবহন খরচ বেশি হওয়ায় এ সমস্যা হতে পারে। কৃষি বিপণন বিভাগের বিষয়টি মনিটরিং করা উচিত।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫৮   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ