বোরহানউদ্দিনে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিনে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার
শনিবার, ৬ আগস্ট ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
অস্থিতিশীল হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিনে কাঁচা মরিচের বাজার। এদিকে, মাত্র ৩ দিনের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ১৭০ টাকা থেকে ২৫০ টাকা হয়েছে। কেজিতে বেড়েছে প্রায় ৮০ থেকে ৯০টাকা। বর্তমানে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০টাকা দরে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিন আগে তীব্র গরম ও সম্প্রতি দুই/তিন দিনের বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে মরিচের। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

---

নিবার (৬ আগস্ট) সকালে বোরহানউদ্দিন পৌর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে লাগছে ৭৫ টাকা। সে হিসাবে কেজি প্রতি দাম পড়ছে ৩০০ টাকা। ৩দিন আগেও ২০০টাকার নিচে ছিল কাঁচা মরিচের দাম।
খুচরা বিক্রেতা রিয়াজ, দুলাল, শফিকসহ বেশ কয়েকজন জানান, আমরা ২৫০ টাকায় কাঁচা মরিচ কিনি। ভোক্তাদের কাছে ৩০০ বা তার চেয়ে একটু কম দামে বিক্রি করি। আমরা এক পাল্লায় কিনি। তারপর ১০০, ২০০ গ্রাম করে বিক্রি করি। এখানে আমাদের ঘাটতি আছে। তাছাড়া কেজিতে কিছু পচে যায়। সবাই বলেন, আমরা নীরব স্টোরের নীরব এর কাছ থেকে পাইকারি  ২৫০টাকা কেজি ধরে মরিচ কিনেছি।
তবে নীরব ব্যবসায়ী জানায়, বরিশাল মোকাম থেকে আমি ২২১টাকা কেজি ধরে মরিচ কিনেছি। তারপর পরিবহন খরচ। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় সরবরাহ কমে যাচ্ছে। বরিশাল আড়তগুলো থেকে আমরা যে দামে মরিচ কিনেছি, সে অনুসারে বিক্রি করছি।
খুচরা বিক্রতা মাকসুদ বলেন, ৩দিন আগে ১৬০/১৭০ টাকা করে পাইকারি কিনে ২০০টাকা করে খুচরা বিক্রয় করি।
ভোক্তা তৌফিকুল ইসলাম বলেন, পরশুদিন আমি ২০০টাকায় ১কেজি কাঁচা মরিচ কিনেছি। আজ শুনছি ৩০০টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচ কিনতে আসা গৃহবধূ হাফসা বলেন, প্রতিদিন নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দু’দিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ২০০টাকা। আজ কিনতে হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে।
সেলিম নামক এক রিকসা চালক ২০ টাকার মরিচ কিনতে এসে, না কিনে চলে যান। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছামতো দাম বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন ভোক্তগন।
বোরহানউদ্দিন উপজেলানির্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান জানান, বাজারের দাম স্থিতিশীল রাখার জন্য মনিটরিং কার্যক্রম জোড়দার করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার এইচএম শামীম জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা, বৃষ্টি ও পরিবহন খরচ বেশি হওয়ায় এ সমস্যা হতে পারে। কৃষি বিপণন বিভাগের বিষয়টি মনিটরিং করা উচিত।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫৮   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ