মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ

প্রচ্ছদ » জেলা » মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১



ইয়াছিনুল ঈমন ॥
হবিগঞ্জ আড়াইশো শয্যা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখা। ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

---

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮শে ডিসেম্বর স্যাম্পল কালেকশনের সময় বিলম্বিত হওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে আজকের এ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করা। আমরা সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাসি দাবি করছি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সারা বাংলাদেশের ন্যায় কর্মবিরতি পালন করবে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসরাফিল শাহিন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ভোলায় র্কমরত বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ।

বাংলাদেশ সময়: ১:৫১:৫৯   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা



আর্কাইভ