নৌপথে দুর্ঘটনায় মৃত্যু ॥ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করুন

প্রচ্ছদ » সম্পাদকীয় » নৌপথে দুর্ঘটনায় মৃত্যু ॥ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করুন
শনিবার, ১০ এপ্রিল ২০২১



কিছুতেই যেন রোধ হচ্ছে না দুর্ঘটনায় মৃত্যু। চালকদের অদক্ষতা, নানা ধরনের অনিয়ম, প্রতিযোগিতামূলক মানসিকতাসহ বিভিন্নভাবেই দুর্ঘটনা ঘটে- যা অত্যন্ত উদ্বেগজনক বাস্তবতাকেই স্পষ্ট করে। সম্প্রতি আবারো ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ শহরের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে সাবিত আল আসাদ নামের লঞ্চটি ডুবে যায়। জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটি ১৮ ঘণ্টা পর টেনে তোলার মধ্য দিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। লঞ্চটির ভেতর থেকে ২১টি মৃতদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে এই লঞ্চডুবিতে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে। উল্লেখ্য, লঞ্চডুবির ঘটনায় এমনটিও খবরের মাধ্যমে জানা গেছে যে, সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি এলাকায় এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। আমরা বলতে চাই, সংশ্লিষ্টদের এই বিষয়টিও আমলে নিতে হবে- ধারণ ক্ষমতার চেয়ে লঞ্চটিতে যাত্রী বেশি ছিল বলেও খবরে উঠে এসেছে। যখন এমন ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তখন এই দুর্ঘটনা কতটা বেদনার এবং আশঙ্কাজনক তা আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার বিকল্প থাকতে পারে না। আমরা চাই, যত দ্রম্নত সম্ভব এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি, এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বাত্মক পদক্ষেপ নিশ্চিত হোক। বলার অপেক্ষা রাখে না, লঞ্চ দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে যথারীতি তদন্ত কমিটিও করা হয়েছে। কিন্তু দুর্ঘটনা থামেনি। এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, অদক্ষ চালক, ত্রম্নটিপূর্ণ বা ফিটনেসবিহীন যান, নির্মাণ ত্রম্নটি, ধারণক্ষমতার বেশি মানুষ কিংবা মাল বহন ইত্যাদি নানা ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে বিভিন্ন সময়েই, যা কঠোরভাবে নিযন্ত্রণ করা অপরিহার্য। কেননা, যথাযথ নিয়মকানুন অনুসরণ করে যেন লঞ্চ পরিচালিত হয় এটা নিশ্চিত করতে না পারলে দুর্ঘটনা রোধ হবে না, যা আমলে নিতে হবে সংশ্লিষ্টদেরই। দুর্ঘটনা এড়াতে অতীত দুর্ঘটনা থেকেও শিক্ষা নিতে হবে। এটা ভুলে যাওয়া যাবে না, দেশের যোগাযোগ, যাতায়াত ও ব্যবসাবাণিজ্যের বড় একটা মাধ্যম হচ্ছে নৌপথ। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে। আর এ ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না- জলপথে যাতায়াত ব্যবস্থা উন্নত হলেও নিরাপত্তার বিষয়টি এখনো প্রশ্নবিদ্ধ। যা আমলে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত করতে হবে। কেননা, নৌপথে বড় জাহাজ ছাড়াও ছোট ছোট প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু অনেক ক্ষেত্রেই নিয়মনীতি মানা হয় না এমন অভিযোগ আছে। অধিক মাল ও যাত্রী নিয়ে প্রতিযোগিতাহ নানা ধরনের অনিয়মের বিষয়টি বারবার সামনে এসেছে। এবারের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেও সামগ্রিক বিষয়গুলোকে আমলে নিতে হবে। সংশ্লিষ্টদের এটা মনে রাখা দরকার, যথাযথ পদক্ষেপ নিশ্চিত না হলে কিংবা আইনবিধি পুরোপুরি প্রতিষ্ঠিত না হলে দুর্ঘটনা রোধ করা যাবে না। সর্বোপরি আমরা বলতে চাই, নৌপথের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ জারি রাখতে হবে। নৌপথের যাত্রা নির্বিঘœ করতে হবে। অগণিত মানুষের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু ব্যবসাবাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য। এবারের দুর্ঘটনার বিষয়টি আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি নৌপথের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখুক এমনটি আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪২   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সম্পাদকীয়’র আরও খবর


ডলার বাজারে অব্যাহত অস্থিরতা
ইন্টারনেট প্যাকেজ নিয়ে প্রতারণা
রাজনৈতিক সংলাপের তাগিদ : সমঝোতার বিকল্প নেই
বাজারে কারসাজি
নৌ দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন
চিকিৎসক ধর্মঘট: রোগীদের জিম্মি করে কর্মসূচি অনৈতিক
নৌযানে অগ্নিদুর্ঘটনা রোধে পদক্ষেপ নিন
ফিটনেসহীন নৌযান: ভোলা নৌপথে দ্রুত ব্যবস্থা নিন
চরফ্যাশনের ঢালচর বনের ঢাল কারা?
বাজারে ভোক্তাদের নাভিশ্বাস : সরকারি প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব দৃশ্যমান হচ্ছে না



আর্কাইভ