ভোলায় গ্রামের মানুষের জন্য করোনায় ভালো থাকার গল্প

প্রচ্ছদ » বিনোদন » ভোলায় গ্রামের মানুষের জন্য করোনায় ভালো থাকার গল্প
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার শহরগুলোর মানুষ মহামারি করোনাভাইরাস সম্পর্কে সচেতন হলেও সচেতন নয় গ্রামের নয় গ্রামের মানুষ। আর গ্রামাঞ্চলের মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন ও করোনা প্রতিরাধে করণীয়তা নিয় পথ নাটক ভালো থাকার গল্প পরিবেশন করছেন একদল তরুন-তরুনী।

---

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ভোলার সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সামাজিক দুরত্ব বজায় রেখে এ নাটক পরিবেশন করছেন সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ। এসময় তারা নাটকের মাধ্যমে বর্তমান ইস্যু করোনাভাইরাস সম্পর্কে সচেতন ও করোনা প্রতিরাধে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা, সাবান ও হ্যান্ড স্যানেটশন দিয়ে ভালো করে হাত ধোয়ার মাধ্যমে ভালো থাকার বিষেয় তুলে ধরেন।
ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের আনিকা ও জয়নব বেগম জানান, আমরা করোনা সম্পর্কে শুনছে তবে করোনা প্রতিরাধে এসব নিয়ম সম্পর্কে কেউ আমাদের এভাবে বলেনি। আজ আমরা করোনাকালীন সময় করণীয়তা ভালোভাবে জানতে পেরেছে নাটকের মাধ্যমে।
চর ছিফলী গ্রামের মোঃ মনির হোসেন ও হারুন মিয়াসহ একাধিকরা জানান, নাটকের মাধ্যমে আমরা বুঝতে পেরেছে সচেতন ও সঠিক নিয়ম মানলে করোনাকে প্রতিরাধ করা সম্বব। আজ থেক আমরা এই গ্রামের নারী পুরুষরা করোনা প্রতিরাধে সকল নিয়ম মেনে চলবো।
ইয়ুথ পাওয়ার বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু জানান, আমরা শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নারী ও পুরুষদের করোনা থেকে বাচাঁর জন্য করণীয়তা নিয়ে নাটক পরিবেশন ও সচেতন করে যাচ্ছি। এতে গ্রামের মানুষ করোনাকালীন সময় করণীয় সম্পর্কে অনেক সচেতন হচ্ছে।
তিন আরো জানান, পর্যায়ক্রমে আমাদের পথ নাটক ভোলার সাত উপজেলায় করা হবে।
উল্লেখ্য নাটকটি বাস্তবায়ন করছে সেইন্ট বাংলাদেশ ও সহায়তা করছে প্লান ইন্টান্যাশনাল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০:৪২:০৬   ৬৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত
ভোলায় ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও পিঠামেলা শুরু
শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ
ভিন্ন রকম ৬ গল্পে বাণী কাপুর
জয়ার অন্যরকম অভিষেক
ভোলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল গণজাগরনের সাংস্কৃতিক উৎসব
অভিনয়ের মাধ্যমে বাল্যবিয়ে রোধে ভোলায় পথনাটক
বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ ভোলায় মঞ্চায়ন
বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটিতে ভোলার অতনু ও বাঁধন
বুবলীর স্ট্যাটাসের পর এবার মুখ খুললেন অপু বিশ্বাস



আর্কাইভ