সরকার নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করে যাচ্ছে : ভোলায় পানি সম্পদ মন্ত্রী

প্রচ্ছদ » জাতীয় » সরকার নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করে যাচ্ছে : ভোলায় পানি সম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥

পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করে যাচ্ছে। পূর্বে নদী ভাঙনের শিকার হয়ে অসহায় পরিবারগুলোর অন্যত্র বসতঘর সরিয়ে নিতে হতো। আর বর্তমান সরকারের ভাঙন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি পাওয়া নদীকে অনেকটাই শাষন করা গেছে। তিনি মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের নদী ভাঙন পরিদর্শনকালে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটা সময় ছিলো আমরা নদীকে শাষন করতে পারতাম না। প্রাকৃতিক দূর্যোগে আমাদের ভোগান্তি পোহাতে হতো। এখন আর সে সমস্যা নেই। নদী পাড়ের মানুষের ঠিকানা স্থায়ী হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস এনে দিয়েছেন। আমরা পরিবর্তন করতে পারি। আমার উন্নত হতে পারি এবং একটা উন্নত রাষ্ট্রে পৌঁছতে পারি। শুধু এ দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ আজ বিশ্বাস করছে বাংলাদেশ পিছিয়ে পড়া দেশ নয়। এটা এগিয়ে চলছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। ইতোমধ্যে নি¤œ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। ২০৪১ সালে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করছে সরকার। আনিসুল ইসলাম বলেন, নদী ভাঙন রক্ষা করা, বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রন অত্যন্ত কষ্টসাধ্য। দেশে হাজার হাজার মাইল বাঁধ রয়েছে। এ বাঁধকে টিকিয়ে রাখা কঠিন কাজ। সেই কঠিন কাজ করতে সচেষ্ট রয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিয়ত পানির সঙ্গে যুদ্ধ করে কাজ করতে হয়। অন্যান্য উন্নয়ন কাজে এ সমস্যা পোহাতে হয়না।
ভোলার নদী ভাঙন বন্ধে যত টাকা দরকার সরকার তা দিতে প্রস্তুত রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের অগেই এখানকার নদী শাষনের কাজ শেষ করার চেষ্টা চলছে। ব্লক ও জিইও ব্যগ প্রস্তুত আছে। কাজের গতিও এগিয়ে চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম (বীর প্রতীক) বলেন, শেখ হাসিনার সরকারের মন্ত্রীরা ঢাকায় বসে টেলিফোনে নদী ভাঙনের খবর নেননা। তারা সরেজমিনে মাঠে গিয়ে স্থান পরিদর্শন করে সমস্যার সমাধান দিয়ে আসছে। কারন প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, মানুষের কাছে গিয়ে তাদের মনের ভাষা বুঝে সহায়তা করা।
ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সরোয়ার মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৬   ৬৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ