সারাদেশে শিল্প বিপ্লব ঘটছে ঃ বাণিজ্যমন্ত্রী

প্রচ্ছদ » জাতীয় » সারাদেশে শিল্প বিপ্লব ঘটছে ঃ বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১০ জুন ২০১৭



---
ছোটন সাহা ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে এবং এটি উন্নয়নের একটি রোল মডেল। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসলে দেশে লুটপাট হয়। তাদের ভাগ্যের উন্নয়ন হয় কিন্তু দেশের উন্নয়ন হয়না। আওয়ামী লীগ সরকারের আমলেই পদ্মাসেতু, কন্টিনাল টার্মিনাল, মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র  এবং পায়রা বন্দর স্থাপন করা হয়েছে। এ উন্নয়নের মাধ্যমেই সারা বাংলাদেশে একটা শিল্প বিপ্লব ঘটছে।
শুক্রবার (৯ জুন) সকালে ভোলা সদরের ভেদুরিয়া-ভেলুমিয়া এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির আমলেই বাংলা ভাই, সায়েখ আব্দুর রহমানের মাধ্যমে এদেশে সন্ত্রাস ও জঙ্গির উত্থান ঘটেছিলো। তারাই ২১ আগস্টেও মত গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্রের ঘটনা ঘটিয়েছে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে কারন, বিএনপি ২০১৪ সালে তারা যে ভুল করেছে তা আর করবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন বলেন, নির্বাচন হলো অংশগ্রহন মুলক।   প্রধান মন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। ভারত সিঙ্গাপুর, অস্ট্রলিয়া, যুক্তরাজ্য সব যায়গায় ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয় এবং আমাদের সংবিধানও তাই বলে। অর্থাৎ সংবিধান অসুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এই সরকার হবে নির্বাচনকালীন সরকার।  তারা নির্বাচন কমিশনকে সর্বাতœক সহযোগীতা করবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না আসলে বরং তাদেরই ক্ষতি হবে। কারন আমার কাছে মনে হয় তারা আর অতিতের মত ভুল করবে না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরেপক্ষ নির্বাচন হবে।
৩ দিন দিনের সফরের ২য় দিনে শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের পরিদর্শন এবং উদ্বোধন করেন।
এ সময় তার সাথে জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন এবং জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০১:২৬   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ