কালাবদর নদীর ওপরে হচ্ছে বরিশাল-ভোলা সেতু

প্রচ্ছদ » জাতীয় » কালাবদর নদীর ওপরে হচ্ছে বরিশাল-ভোলা সেতু
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭



স্টাফ রিপোর্টার ॥
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পাঁচটি সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে। বরিশাল বিভাগের বরিশাল-ভোলা সড়কে কালাবাদর এবং তেতুলিয়া নদীর উপর পটুয়াখালী-আমতলী-বরগুনা সড়কে পায়রা নদীর ওপর, বাকেরগঞ্জ-বাউফল উপজেলা সড়কে কারখানা নদীর ওপর একটি এবং ঢাকা বিভাগের আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর নেতুগুলো নির্মিত হবে। ৩৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে স্টেপ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া এবং বাংলাদেশ একটি প্রতিষ্ঠান যৌথভাবে এসব প্রকল্পেড কাজ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবসহ বৈঠকে ১১০৪ কোটি টাকার দশটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১১ তলা ভবনের বিদ্যুৎ এবং অন্যান্য সেবামূলক কাজের জন্য পাঁচ কোটি ৬২ লাখ ৪৩ হাজার টাকার অতিরিক্ত ব্যয় ও পদ্মা বহুমখী সেতু প্রকল্পের আওতায় মূল নদী শাসন কাজে অতিরিক্ত ২৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের একটি সাব-প্যাকেজ আওতায় ৫৭ হাজার ৭১০টি এসপিসি পোল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মেসার্স পাশা পোল লিমিটেড নামে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান এসব পোল সরবরাহ করবে। এজন্য মোট ব্যয় হবে ৬৩ কোটি ৪৫ লাখ টাকা। অতিরিক্ত সচিব জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২৪ হাজার ৭০৮টি এসপিসি পোল ক্রয়, ৭ হাজার ৬৫০ কিলোমিটার কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়সংক্রান্ত দুইটি প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৭৩ লাখ টাকা। বাস্তবায়ণ করবে মেসার্স বিবিএস কেবলস। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড এর মাধ্যমে কনভারমণ অব সিলেট ১৫০ মেগাওয়াট জিটি টু ২২৫ মেগাওয়াট সিসিপিপি টার্নকি ভিত্তিতে বাস্তবায়নের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে মেসার্স সাংহাই চায়না লিমিটেড। প্রকল্পে ব্যয় হবে ৭৬৩ কোটি ৯০ টাকা। এছাড়াও আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি ব্যাসের ৩০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, মহেশখালী-আনোয়ার ৪২ ইঞ্চি ব্যাসের ৭৯ কিলোমিটার গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৫৪:০২   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ