দৌলতখানে খেলার এংলেট চাওয়াকে কেন্দ্র করে ৪ শিক্ষার্থীকে পিটিয়ে যখম

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে খেলার এংলেট চাওয়াকে কেন্দ্র করে ৪ শিক্ষার্থীকে পিটিয়ে যখম
রবিবার, ২১ এপ্রিল ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখানে হা-ডু-ডু খেলার এংলেট চাওয়াকে কেন্দ্র করে এক শিক্ষক এর ইন্দোনে নলগোড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ১০/১৫ জন শিক্ষার্থীদেরকে মধ্যযুগীয় কায়দায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে দৌলতখান উপজেলার সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় দৌলতখানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের এক দশম শ্রেণীর ছাত্রের কাছ থেকে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বাবুল নামে এক সহকারী শিক্ষক একটি এংলেট চেয়েছেন। এংলেট কম থাকায় না দেয়ায় জয়নগর মাধ্যমিক বিদ্যালয় বাবুল নামের ওই শিক্ষক তার প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ওই ছাত্রের (যে দিতে অপারগতা প্রকাশ করে) তার ছবি তুলে রাখতে বলেন।
খেলা শেষে বাড়ীর ফেরার পথে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়েরর ছাত্ররা নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয় ৪ ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় হামলা করেন। এ সময় স্থানীয় জনতা এগিয়ে আসলে ওই শিক্ষক ও তাদের ছাত্ররা ঘটনাস্থল পলায়ন করে। নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আহত ছাত্রদের মধ্যে ৪ জন ছাত্রকে দৌলতখান হাসপাতালে ভর্তি করানো হয়। এ ছাড়া অন্যান্য আহত শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্বর আহত ছাত্ররা হলেন দশম শ্রেনীর ছাত্র  সোহেল, সাগর, শহিদুল ইসলাম, জাবেদ। লগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে খেলায় অংশগ্রহণকারী শিক্ষক সাহাবুল হাসান ও আতিকুর রহমান মিরাজ জানান, আমাদের ছাত্রদের উপর জয়নগর স্কুলের বাবুল নামের শিক্ষকের ইন্দনে ছাত্ররা অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের প্রত্যেক শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে দৌলতখান হাসপাতলে ভর্তি করানো হয়েছে।
এই বিষয় জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দুই বিদ্যালয় এক সাথে বসে সৃষ্ট সমাধান করা হবে।
অন্যদিকে দৌলতখান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জানান, ঘটনাস্থলে আমি এসেছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থ্যতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমি এ সৃষ্ট সমস্যার সুষ্ঠ সমাধান করে দিবো।

বাংলাদেশ সময়: ০:০৯:৫৬   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ