দেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় সরকারি চালের মজুদ

প্রচ্ছদ » অর্থনীতি » দেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় সরকারি চালের মজুদ
শুক্রবার, ৯ জুন ২০১৭



---
আজকের ভোলা রিপোর্ট ॥

বর্তমানে সরকারের বিভিন্ন গুদামে চালের মজুদ রয়েছে ১ লাখ ৯৮ হাজার টন। ইতিমধ্যে গত মঙ্গলবার ভিজিএফের জন্য এক লাখ টন বরাদ্দ দেয়া হয়েছে। এখন তা ছাড়ের অপেক্ষায় রয়েছে। ওই ছাড়ের পর সরকারি গুদামে চালের মজুদ নেমে আসবে মাত্র ৯৮ হাজার টনে। চাল মজুদের এমন অবস্থাকে ঝুঁকিপূর্ণ পর্যায় হিসেবে আখ্যায়িত করছেন খোদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারাই। এবার হাওরাঞ্চলের আগাম বন্যা, সারাদেশে অতিবৃষ্টি ও ব্লাস্ট রোগের কারণে বোরোর আবাদ কম হয়েছে। ফলে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১২ লাখ থেকে ১৫ লাখ টন চাল কম হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের মজুদও তলানিতে নেমে গেছে। যা দেশের খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার মজুদ বাড়াতে অভ্যন্তরীণ বাজার থেকে ৮ লাখ টন চাল ও ৭ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু তা পূরণে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কারণ চালকল মালিকরা সরকারের নির্ধারিত ৩৪ টাকা কেজি দরে চাল দিতে অনীহা দেখাচ্ছে। তারা প্রতি কেজিতে অতিরিক্ত ৪ টাকা করে প্রণোদনা চাচ্ছে। কিন্তু ওই প্রণোদনা দিলে চালের বাজারদর আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে মোটা চালের কেজি সরকারের নির্ধারিত দরের চেয়ে অনেক বেড়ে গেছে। এমন অবস্থায় সরকার অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহের পাশাপাশি আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে দেড় লাখ টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তার মধ্যে এক লাখ টনের কার্যাদেশ দেওয়া হয়েছে। ওই চাল দেশে পৌঁছাতে দেড় মাস সময় লাগবে।
সূত্র জানায়, চালের মজুদ বাড়াতে সরকার ভিয়েতনাম থেকে সরকারিভাবে (জিটুজি পদ্ধতি) আড়াই লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে। তবে ওই চাল আসতেও দেড় থেকে দুই মাস সময়ের প্রয়োজন। কোনো কারণে ওসব চাল আমদানিতে অনিশ্চয়তা সৃষ্টি হলে খাদ্য সংকটের আশঙ্কা থাকে। চলতি বছরের ৪ জুন সরকারের গুদামে চাল ও গমের মজুদ ছিল মোট ৪ লাখ ৮৯ হাজার টন। তার মধ্যে চাল ১ লাখ ৯৮ হাজার টন। আর গম ২ লাখ ৯১ হাজার টন।
এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামাল জানান, পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ টন চাল বরাদ্দ করা হয়েছে। ঈদের আগেই ওসব চাল সারাদেশের দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। ভিজিএফ কর্মসূচিতে চলতি অর্থবছরে মোট বরাদ্দ ছিল ২ লাখ টন। বাকি ১ লাখ টন গত ঈদে ও পূজায় বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৫৭   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বোরহানউদ্দিনে ৪৮ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা



আর্কাইভ