বন্ধ হচ্ছে এনবিআরের অগ্রিম ভ্যাট আদায়

প্রচ্ছদ » অর্থনীতি » বন্ধ হচ্ছে এনবিআরের অগ্রিম ভ্যাট আদায়
শুক্রবার, ৯ জুন ২০১৭



---
আজকের ভোলা রিপোর্ট ॥
আগামী ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়িদের কাছ থেকে অগ্রিম ভ্যাট আদায় করতে পারবে না। বরং তামাক ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম ভ্যাট বা মূসক হিসেবে নেয়া অর্থ সংশ্লিষ্টদের বুঝিয়ে দিতে হবে। সে লক্ষ্যে সব ভ্যাট কমিশনারেটে চিঠি পাঠিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সম্প্রতি পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ভ্যাট আইন ২০১২ বাস্তবায়নের শর্তে জুলাই থেকে ভ্যাট খাতে এনবিআরের তহবিল প্রায় শূন্য করে ফেলতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা ৩০ জুন পর্যন্ত অগ্রিম থেকে ভ্যাট খাতে খরচ বাদে বাকি অর্থ এনবিআরের অন্য তহবিলে রাখতে পারবে অথবা সংশ্লিষ্ট কমিশনারের সাথে আলোচনা করে ওই ব্যবসায়ী সুবিধামতো ব্যবস্থা নিতে পারবে। ১ জুলাই থেকে এনবিআর অগ্রিম ভ্যাট আদায় করতে পারবে না। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার আগামী অর্থবছরে ভ্যাট আইন ২০১২ বাস্তবায়ন করতে যাচ্ছে। সে বিষয়ে এনবিআর চেয়ারম্যান নতুন প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। ফলে আগামী অর্থবছরে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম ভ্যাট আদায় করা হবে না। বরং পণ্য বিক্রির পর হিসাব কষে ভ্যাট পরিশোধ করতে হবে। সে লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ জুনের মধ্যে পুনর্নিবন্ধন বা নতুন নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে নিবন্ধনে উৎসাহ দিতে কমিশনারদের ভ্যাট মেলার আয়োজনসহ বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রম আয়োজনও করতে বলা হয়েছে। তাছাড়া ভ্যাট নিবন্ধন ও পুনর্নিবন্ধনের আপডেট প্রতিদিনই ই-মেইলে এনবিআর চেয়ারম্যানকে জানাতে হবে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ইতিমধ্যে কমিশনারেটগুলোর করণীয় বিষয়ে এনবিআর চেয়ারম্যানের দফতর থেকে একটি চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। ওই চেকলিস্ট বাস্তবায়ন হচ্ছে কি না তা মনিটরিংয়ের জন্য এনবিআর সদস্যকে (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সূত্র জানায়, ভ্যাট কমিশনারদের জন্য তৈরি চেকলিস্ট অনুসাওে ১৫ জুনের মধ্যে প্রত্যেক কমিশনারেটে নিয়মিত রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে পুনর্নিবন্ধনের আওতায় আনা হবে। চলতি বছরের ২৩ মার্চ অনলাইনে ভ্যাট নিবন্ধন উদ্বোধন করা হয়। ৬ জুন পর্যন্ত সারা দেশে ২৫ হাজার ৯৮৩টি প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়েছে। তার মধ্যে ভ্যাট পুনর্নিবন্ধন নেয়া প্রতিষ্ঠানের চেয়ে নতুন নিবন্ধন নেয়া প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। আগামী ১৫ জুনের মধ্যে ভ্যাট কমিশনারেটগুলোর তালিকা অনুযায়ী নিয়মিত ভ্যাট রিটার্ন প্রদানকারী প্রতিষ্ঠান ও রিটার্ন প্রদান করেনি এমন নিবন্ধিত প্রতিষ্ঠানকে পুনর্নিবন্ধন নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত সহায়ক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। কারণ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আগামী দুই বছরের মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ৬০ হাজারে উন্নীত করতে নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ সামনে রেখেই কার্যক্রম চালাচ্ছে এনবিআর। এনবিআরের হিসাবে ৮ লাখ ৬৪ হাজার প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন থাকলেও গড়ে কয়েক বছর থেকে নিয়মিত ভ্যাট দিচ্ছে মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে ভ্যাট অনলাইন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুহম্মদ জাকির হোসেন জানান, ১ জুলাই থেকে নতুনভাবে শুরু হবে ভ্যাট আদায় কার্যক্রম। আশা করা যায় তাতে ভ্যাট আদায় কয়েকগুণ বাড়বে। তবে অগ্রিম ভ্যাট ফেরত দেয়া হলে এনবিআর মোটা দাগে ভ্যাট খাতে শূন্য তহবিল নিয়ে যাত্রা করবে। এখন অনলাইনে প্রতিদিন গড়ে ১১০০ থেকে ১২০০ ভ্যাট নিবন্ধন ও পুনর্নিবন্ধন দেয়া হচ্ছে। আশা করা যায় খুব অল্প সময়ে প্রতিদিন গড়ে ৫ হাজার নিবন্ধন হবে। অর্থমন্ত্রী দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রতিষ্ঠান ভ্যাট রিটার্নের আওতায় আনার নির্দেশ দিলেও তা চলতি জুনের মধ্যেই হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৩৮   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বোরহানউদ্দিনে ৪৮ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা



আর্কাইভ