ভোলার চর-পোটকা মৌজার দলিল রেজিষ্ট্রী করতে না পেরে মানুষের ভোগান্তি চরমে

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার চর-পোটকা মৌজার দলিল রেজিষ্ট্রী করতে না পেরে মানুষের ভোগান্তি চরমে
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর বাপ্তা ইউনিয়নের চর-পোটকা মৌজার জমি ক্রয়-বিক্রয় করে দলিল রেজিষ্ট্রী করতে না পেরে ভোগান্তি চরমে পৌঁছেছে। আর সরকার হারাচেছ রাজস্ব।
জমির মালিক মোস্তফা চকিদারসহ শতাধীক মানুষে জানান, সাব-রেজিষ্ট্রী অফিস জমির মুল্য নির্ধারনের সময় বাপ্তা ইউনিয়নের চর-পোটকা মৌজার জমির দাম ওই ইউনিয়নের একজন কর্মকর্তার যোগ সাজসে ৪ গুন বাড়িয়ে দিয়ে তালিকা করে। তাতে ওই কর্মকর্তা তার নাম মাত্র জমি ব্যাংকে মর্গেজ রেখে কোটি টাকা লোন নেয়। তিনি এখন লাপাত্তা। জমির প্রকৃত দাম শতাংশ ৫ হাজার টাকা, সেখানে ২০ হাজার টাকা তালিকা করা হয়েছে। ৫ হাজার টাকা জমি বিক্রি করলে রেজিষ্ট্রী অফিসের তালিকা অনুপাতে ২০ হাজার টাকা রেজিষ্ট্রী খরচ দিতে হয়। তাই প্রায় ১ বছর যাবত চর-পোটকা মৌজার ৪১ নং জে এল এর কোন জমির বিক্রেতা ও ক্রেতারা দলিল রেজিষ্ট্রী করতে পারছেননা। ১ বছরে কয়েক কোটি টাকার শত শত একর জমি বেচা-কেনা হতো, জমির দলিল রেজিষ্ট্রী করতে না পেরে বেচা-কেনা বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পরেছে জমি ক্রেতা-বিক্রেতারা। জমি বেচা-কেনা করতে না পেরে তারা তাদের বিবাহ যোগ্য ছেলে মেয়ে বিবাহ দিতে ও করাতে পারছেননা। পারছেননা পারিবারিক কোন কাজ করতে। এখন জমি তাদের কোন কাজেই আসেনা। আর সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচেছন।
চর-পোটকা মৌজার পাশে ৩৫নং জেএল এর গুপ্তমুন্সি, ৩৬নং জেএল এর চর- ইলিশা, ৩৯নং জেএল এর চর-জাঙ্গালিয়া এবং ৪০নং জেএল এর  সদুর চর মৌজার মুল্য তালিকা দেখে, রেজিষ্ট্রী বিভাগের কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করে চর-পোটকা মৌজার নতুন তালিকা করার জন্য আহবান জানিয়েছেন ওই মৌজার জনগন। তা না হলে চর-পোটকা মোৗজার জমি মালিকদের কোন কাজেই আসবেনা। ওয়ার্ড মেম্ব^ার কামাল জানান, রেজিষ্ট্রী অফিসের মুল্য তালিকায় জমির দাম বেশী ধরায় জমি বেচা-কেনা ও দলিল রেজিষ্ট্রী হয় না। দলিল লেখক সমিতিরসাধারন সম্পাদক মোকলেছুর রহমানও একই কথা জানালেন।

বাংলাদেশ সময়: ০:০৬:০২   ৬৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
ভোলায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
নির্বাচন করতে এসেছি কেউ গুজবে কান দিবেননা ভোটারদের উদ্দেশ্যে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় গাজীপুর চর-মালিক পরিষদের মতবিনিময় সভা
পথচারীদের মাঝে শরবত বিতরণ করলো অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ



আর্কাইভ