বোরহানউদ্দিনে পরকিয়ার জেরধরে প্রতিবন্ধীর মৃত্যুর অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে পরকিয়ার জেরধরে প্রতিবন্ধীর মৃত্যুর অভিযোগ
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮



মিজানুর রহমান, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে পরকিয়ার জেরধরে প্রতিবন্ধী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবুল বাজার এলাকার বাক প্রতিবন্ধির মোঃ রফিকের স্ত্রীর সাথে পার্শ্ববর্তী বাড়ির সাইফুল অরুপে সয়ফুলের পরকিয়া চলে আসছিল অনেকদিন ধরেই। ঘটনার দিন বিষয়টি রফিক কাছে ধরা পরে যাওয়ার কারনে গত ৪ই সেপ্টেম্বর রফিকের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। কিন্তু রফিকের ছেলেরা বিষয়টি মানেনি এবং প্রতিবন্ধী রফিকে মারধর করে। এরপর সে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নেয়ার পথেই  তার মৃত্যু হয়।
ঐ এলাকার স্থানীয়রা আরো জানায়, সাইফুলের সাথে পরকিয়ার জেরধরেই রফিককে মারধর করে তার স্ত্রীসহ সাইফুল। এক পর্যায়ে রফিক মৃত্যু বরণ করলে কোন এক অদৃশ্য কারনে স্থানীয় ইউপি সদস্য মোঃ করিম বিষয়টি ধামাচাপা দিয়ে রফিককে তারহুরা করে কবরস্থ করে দেয়। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলতা বিরাজ করে।
এ ব্যাপারে নিহতরে স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি সাইফুলের সাথে পরিকয়া বিষয়টি অস্বীকার করে বলেন, সায়ফুল আমার বাসায় ভাতের মাড় আনতে আসছে। আমার হাতের সাথে তার হাত ছোঁয়ার কারনে আমার স্বামী আমাকে মারধর করেছে।
ইউপি সদস্য মোঃ করিম সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গোপনে অন্য এলাকায় চলে যান। পরে তার মুঠোফোনের মাধ্যমে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওয়াতায় আনা হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসি।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৪   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ