লালমোহনে সড়ক দূর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৩

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে সড়ক দূর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৩
শুক্রবার, ২৩ জুন ২০১৭



---
নুরুল আমিন, লালমোহন ॥
ভোলার লালমোহনে সাংবাদিকসহ ৩ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় তজুমদ্দিন প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক বর্তমান ও পরিবর্তনের উপজেলা প্রতিনিধি  মোঃ শরিফ আল- আমিন ও তজুমদ্দিনের ইলেকটেশিয়ান মোঃ দুলাল গুরুতর আহত হন।
অন্যদিকে একই দিন দুপুর ১২ টার সময় উপজেলার ফরাগঞ্জ ইউনিয়নের আনিছল মিয়ার হাটের মোঃ নাছির (৬৫) লালমোহন ফায়ার সার্ভিস এলাকায় গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাংবাদিক শরিফ আল- আমিন ও মোঃ দুলাল মটর সাইকেল যোগে লালমোহন আসছিল। আসার পথে লালমোহন উপজেলার নতুন বাজার এলাকায় আসলে একটি নসিমন তাদের মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। সেখানে সাংবাদিক শরিফ আল-আমিন গুরুতর আহত হন।
মটর সাইকেলের ওপর আরোহী মোঃ  দুলাল জানান, আমি আর শরিফ আল-আমিন লালমোহনের দিকে মটর সাইকেল যোগে আসছিলাম। আমরা নতুন বাজার এলাকায় আসলে একটি নসিমনকে সাইড দিতে গিয়ে আমাদের মটর সাইকেলটি দূর্ঘটনার কবলে পরে। এতে করে শরিফ আল-আমিন গুরুতর আহত হয়। পরে আমি স্থানীয়দের সহযোগীতায় তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসি।
অন্যদিকে দুপুর ১২ টার দিকে লালমোহন ফায়ার সার্ভিস এলাকায় রিক্সা দিয়ে বাড়ী যাবার পথে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আনিছল মিয়ার হাট এলাকার মোঃ নাছির (৬৫) গুরুতরআহত হয়েছে।
রিকশা চালক শাহাবুদ্দিন জানান, আমি নাছির মিয়াকে লালমোহন বাজার থেকে আনিছল মিয়ার হাটের দিকে নিয়ে যাচ্ছি। পথিমধ্য পেছন থেকে অটো (বোরাক) এসে ধাক্কা দেয়। তখন নাছির রিকশা থেকে পরে গেলে অটোর সাথে তার মাথায় রক্তাক্ত জখম হন। পরে লালমোহন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে লালমোহন হাসপাতালে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৫৪   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ভোটের মাঠে স্বামী-স্ত্রীর লড়াই
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ভোলার কমিটি ঘোষণা
দাদনের ফাঁদে বন্দি জীবন, মৃত্যুতেও মেলে না মুক্তি
অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
এমপির নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের হুমকি ধামকি ॥ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ



আর্কাইভ