চরমানিকা ইউপির চেয়ারম্যান নির্বাচিত প্রভাষক নিজাম উদ্দিন রাসেল

প্রচ্ছদ » চরফ্যাশন » চরমানিকা ইউপির চেয়ারম্যান নির্বাচিত প্রভাষক নিজাম উদ্দিন রাসেল
রবিবার, ১০ মার্চ ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে টেবিল ফ্যান মার্কার চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নিজাম উদ্দিন রাসেল ১৫শ ৩৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ উপনির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন তারমধ্যে প্রভাষক নিজাম উদ্দিন রাসেল টেবিল ফ্যান প্রতীক ৬ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থীদের মধ্যে- দুটি পাতা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম সোহাগ ৪ হাজার ৬৯৪ ভোট পেয়েছেন, এবং মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী তুহিন হাওলাদার ৪ হাজার ৪২৯ ভোট পেয়েছেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম- চশমা প্রতীক পেয়েছেন ১০৯ ভোট, ফরিদ উদ্দিন-রজণীগন্ধা প্রতীক পেয়েছেন ২৩ ভোট, মো. রিয়াজ উদ্দিন- ঘোড়া প্রতীক পেয়েছেন ১ ভোট, শাহিন- টেলিফোন প্রতীক পেয়েছেন ৮৯ ভোট, আঃ মন্নান-অটোরিক্সা প্রতীক পেয়েছেন ৬৬ ভোট , সামছুন নাহার- ঢোল প্রতীক পেয়েছেন ৫ ভোট, মো. রুহুল আমিন-আনারস প্রতীক পেয়েছেন ৫৯১ ভোট।

উল্লেখ যে, এ উপনির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে ১৩ হাজার ৯৯৮ পুরুষ, ১২ হাজার ৫৫২ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জনসহ ২৬ হাজার ৫৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলে ১৬ হাজার ২৩৭ জন নারী পুরুষ ভোটাররা ভোট প্রয়োগ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪৯   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ