আজকের ভোলা রিপোর্ট ॥
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী স্কুল ছাত্র/ছাত্রীদের নিয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলার পুরস্কার বিতরণ ও সেরা অ্যাথলেটদের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সদর উপজেলার পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) মোঃ সাইদুল ইসলাম।
এ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা শেষে বাছাই করে ৩০জন প্রতিযোগী নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১:৫৮:২৪ ১৭৮ বার পঠিত