চুয়েটের রকিবুল হাসানের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত

প্রচ্ছদ » ভোলা সদর » চুয়েটের রকিবুল হাসানের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিবুল হাসানের গবেষণা প্রবন্ধটি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব এপ্লাইড সাইন্সে প্রকাশিত হয়েছে গত ৯ই জানুয়ারি। প্রবন্ধটি “Design and Fabrication of an Automatic Solar Tracking System & Comparative Analysis with Stationary Panel” শিরোনামে জার্নালের ২০২৩ এর ডিসেম্বর সংখ্যায় ভলিউম ৫ এর ইস্যু ২ এ নিবন্ধিত হয়েছে।

উল্লেখ্য, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যার ৮০ শতাংশ শিক্ষার্থী বিদেশি এবং ৯০ শতাংশ শিক্ষক বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জার্নালটির এডিটোরিয়াল বডি সাজানো হয়েছে একদল বিজ্ঞ শিক্ষক দ্বারা যারা বিশ্বের নাম করা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি গবেষণা করছেন। এ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিগ্রি ও জার্নালটি আমেরিকার ABET কর্তৃক স্বীকৃত। রকিবুল হাসান কুমিল্লার দেবীদ্বারের সন্তান। তাঁর সমস্ত শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে এবার আন্তর্জাতিক গবেষণা জার্নালে তার কৃতিত্বের সূচনা হল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগে।

গবেষণাটির প্রধান উদ্দেশ্য নবায়নযোগ্য সৌর শক্তির ব্যবহার নিয়ে। যেখানে আমাদের মত স্বল্পোন্নত ও অনুন্নত দেশ গুলোর অর্থনৈতিক অপ্রতুলতার জন্য সৃষ্ট বিদ্যুৎ শক্তির ঘাটতি কমিয়ে আনার একটা মাধ্যম দেখানো হয়েছে। যার মাধ্যমে আগামী দিনগুলোতে এ সমস্যার নিরসন দ্রুত হবে বলে তিনি মনে করছেন।

তার এই কাজ আন্তর্জাতিক জার্নালে প্রকাশের মাধ্যমে তিনি বিশ্বাস করছেন এটি ভবিষ্যতে উক্ত বিষয়ে আরো গবেষণার ক্ষেত্রে প্রসারণে ভুমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১০   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি কলেজে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
এবারও নির্বাচিত হলে আগের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবো: মোশারেফ হোসেন
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
পুত্র মোস্তাফিজুর রহমানের অত্যাচারে অতিষ্ট হয়ে মায়ের সংবাদ সম্মেলন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক মো. এরশাদ
আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক



আর্কাইভ