স্টাফ রিপোর্টার ॥
ভোলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন পরিচয় দিয়ে সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেলের কাছে তদবির করতে গিয়ে আটক হওয়া জেলা জজশিপে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত নাজির মাহে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালত ২ দিনের রিমান্ড মনজুর করেছে।
মাহে আলমকে সহায়তার অভিযোগে আটক মোবাইল ফোন অপারেটর মো. জাফরকে ২ দিন ও হাসপাতালের স্টাফ দেবাশীষ সরকারকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হাসান।
অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে ২দিন ও এক দিনের রিমান্ড মনজুর করেন। প্রতারক মাহে আলম নিজেকে কখনও আইনজীবী, কখনও সাবরেজিস্টার, সর্বশেষ অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেলের কাছে তদবির করতে গিয়ে ফেঁসে গেছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের কার্যালয়ের নাজির মো. নাঈমুল হাসান বাদী হয়ে ভোলার সদর থানায় মামলা করলে পুলিশ মাহে আলম ও তাকে সহায়তা করায় ২ জনকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৬ ২৯৩ বার পঠিত