মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক
রবিবার, ২০ আগস্ট ২০২৩



---

মনপুরা প্রতিনিধি ॥

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস যত জানবে তত বেশী তারা দেশ প্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সারা বাংলাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে মনপুরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

রবিবার সকাল ১১ঘটিকায় মনপুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায়না তারা তা মেনে নেয় না। তারা সবসময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত আগামী জাতীয সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে। মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে দেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচেনে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতায় আনতে হবে।

---

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার নের্তৃত্বের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা জানাতে হবে। মুক্তিযুদ্ধে নিজেদের বীরত্বগাঁথা  লিখে রাখতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহব্বান জানান এমপি জ্যাকব। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর একটি কক্ষকে  মুক্তিযুদ্ধের সকল বই স্মৃতিগুলো নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য আহব্বান জানান তিনি।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে আবারও ক্ষতায় আনতে হবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

ভার্চুয়ালি মনপুরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান রাশেদ মোল্লা, থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভুইয়া, ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্লাহ কাজল, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ সকল মুক্তিযোদ্ধাগন, সরকারী সকল দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২৩:২০:২৩   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ