কুয়াকাটা-বরিশাল মহাসড়কে সবুজের মিতালী

প্রচ্ছদ » জাতীয় » কুয়াকাটা-বরিশাল মহাসড়কে সবুজের মিতালী
শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭



---
ছোটন সাহা, কুয়াকাটা থেকে ফিরে ॥

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পথে পথে যেন সবুজের দেয়াল। রাস্তার দুই পাশের বাহারি গাছাপালা মন কাড়ে পর্যটকদের। প্রকৃতি এ অপরুপ সৌন্দর্য্য যেন মুগ্ধ করে ভ্রমনপিপাসূদের। যাত্রাপথে কিছুটা ভোগান্তি হলেও রাস্তার দু’পাশের সবুজের নয়নাভিরাম এ দৃশ্যের দিকে তাকালে সব কান্তি ও ভোগান্তিকে ছাড়িয়ে সস্তিতে মন ছুয়ে যায় বলে মনে করছেন পর্যটকরা। কারন, সড়কের পাশের প্রকৃতি নির্মল বাতাস, ছায়া নিবির দৃশ্য আর আকর্ষনীয় ব্রীজ বা সেতু ভালো লাগার উৎস যোগায়।
কুয়াকাটা থেকে বরিশাল ৭০ কিলোমিটার পথে যেতে সময় লাগে সাড়ে ৩ থেকে ৪ ঘন্টা। এ পথে লেবুখালি ফেরীঘাট ছাড়া  রয়েছে অন্তত ১০/১৫ টি স্টপিস। বাবি সব স্থানে জুড়ে রাস্তার পাশে গাছ আর ফসলের ক্ষেতে সবুজের সমারোহ। যতদূর চোখ পড়ে সবই যেন সবুজের হাতছানি। আকা-বাঁকা পথে সৃষ্টি, রেইট্রি, মেহগনি, কড়াই, ইফিলিফিল, আকাশমনিসহ নানা প্রজাতি বাহারি গাছ। সেদিকে চোঁখ রাখলেই মনে হবে এ যেন প্রকৃতির সবুজ দেয়াল।
তবে কিছুটা ভোগান্তি রয়েছে পরিবহনের ক্ষেত্রে। এ রুটে প্রতিদিন ১০০/১২০টি বাস চলাচল করে। এসব বাসে ধারন ক্ষমকার অতিরিক্ত যাত্রী যাতায়াত করে বলে যাত্রীরা জানিয়েছেন। তবে এর কারন হিসাবে জানা গেলো, শীত মৌসুমে পর্যটকদের ঢল নামে কুয়াকাটা সৈকতে, তাই এ রুট ব্যবহার করেই যেতে হয়, তাই যাত্রীদর চাপ একটু বেশী।
কুয়াকাটা-বরিশাল রুটে চলাচলকারী সিফাত পরিবহনের চালক জামাল বলেন, প্রত্যকটি বাসেই যাত্রীদের চাপ। সবাই গন্তব্যের উদ্দেশ্য যায়, আমরা যাত্রীসেবা নিশ্চিত করছি।
কুয়াকাটা সৈকতমুখী যাত্রী পর্যটক মনিরুল ইসলাম বলেন, বরিশাল থেকে কুয়াকাটার সৈকতে যাত্রা শুরুর পর থেকেই বাসে উঠে যেন সৌন্দর্য্য উপলদ্ধি করা যায়, গাছে গাছে সবুজের সৌন্দর্য্য লক্ষ্য করা যায়। কারন রাস্তার দুই বাহারি প্রজাতির গাছ নজর কাড়ে। সারি সারি গাছ যে কোন মানুষের মন কাড়ে। তখন আর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বাসে বসে যাত্রার পথের কান্তি মনে হয়না। শুধু তাই নয়,এ রুটে ব্রীজগুলো যেন আকর্ষনীয়।
কুয়াকাটা-বরিশাল রুটে চলাচলকারী সিফাত বাসের সুপারভাইজার মশিউর রহমান জানান, মহাসড়কে হাজিপুর, আলীপুর, কলাপড়া, পটুয়াখালী, তেলিখালি ও কর্ণকাঠি পয়েন্ট ৭টি ব্রীজ পড়ে। এরমধ্য সবগুলোই দর্শনীয়। তাছাড়া সবচেয়ে আকর্ষনীয় হলো সড়কের পাশে গাছ।
সব মিলিয়ে কুয়াকাটা-বরিশাল মহাসড়ে সবুজের মিতালী নজর কাড়ে যাত্রী ও পর্যটকদের। এতে দুর হয় যাত্রা পথের কান্তি বা ভোগান্তি। অন্যদিকে পরিবেশের ভারসম্য রক্ষা এবং দুর্ঘটনারোধে ভূমিকা রাখছে এসব গাছ।

বাংলাদেশ সময়: ১১:৪৯:০০   ১৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ