বুবলী ও পরীমনিকে নিয়ে সিনেমা বানাতে চান ঝন্টু

প্রচ্ছদ » বিনোদন » বুবলী ও পরীমনিকে নিয়ে সিনেমা বানাতে চান ঝন্টু
বুধবার, ১২ জুলাই ২০২৩



---

বিনোদন ডেস্ক।।

কিছু দিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সিনেমা জগৎ নিয়ে যতটা আলোচিত, তার থেকে বেশি আলোচিত ব্যক্তিজীবন নিয়ে। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। তাদের নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করতে দেখা গেছে বিভিন্নজনকে। এবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

রোববার যুগান্তরে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তার কাছে জানতে চাওয়া হয়, অপু বিশ্বাস ও বুবলীকে নিয়ে আপনার মূল্যায়ন কী? জবাবে এ নির্মাতা বলেন, বুবলী নতুন কিন্তু অপু বিশ্বাস নতুন হলেও নতুন হিসেবে পড়ে না।

তার কারণ হলো, সে বেশ কিছু দিন থেকেই ছবি নির্মাণ করে আসছে। এমনিতেই দুজনই ভালো। তবে বুবলীকে কিন্তু আমার নায়িকা হিসেবে বেশ ভালো লাগে। বুবলীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা ভাবছি। আমার বুবলী ও পরীমনিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে। আমি ওদের ছবি বেশি দেখিনি।

আমি শুধু বুবলীর একটি সিনেমা দেখেছি। সেখানে সে ভালো অভিনয় করেছিল। তবে অপু বিশ্বাসের ছবি আমি হলে গিয়ে দেখিনি। যতটুকু দেখেছি, বিভিন্ন গানের অভিনয়ে। তবে নিঃসন্দেহে ভালো আর্টিস্ট অপু বিশ্বাস।

শাকিব বুবলী ও অপু বিশ্বাসের যে দ্বন্দ্ব চলছে— এ বিষয়ে কি বলবেন, তিনজনকেই দর্শক পছন্দ করেন। ওদের উচিত শুধু চলচ্চিত্র নিয়ে ভাবা। এক নায়িকা আরেক নায়িকাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করে। একে অপরের হিংসা করে। এগুলো ঠিক না। যার যার যখন ছবি মুক্তি পাবে, মানুষ তখন দেখবে। সিনেমা যদি ভালো হয় দলে দলে দর্শকরা আসবে। ভালো না হলে দর্শকরা আসবে না। আর তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে চাই না। কারণ আমি এগুলো নিয়ে কথা বললে তারা হতাশ হবে।

তিনি আরও বলেন, এটুকু বলতে পারি— শাকিব খানকে হিট করার মতো এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি। তবে একসময় তৈরি হতে পারে। শাকিব খানের প্রথম সুপারহিট ছবি কিন্তু আমার হাতে তৈরি। ওই সময় শাকিব বলেছিল— আংকেল এ ছবিটা যদি সুপার হিট হতো তা হলে আমার খুব উপকার হতো।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:০৬   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ ভোলায় মঞ্চায়ন
বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটিতে ভোলার অতনু ও বাঁধন
বুবলীর স্ট্যাটাসের পর এবার মুখ খুললেন অপু বিশ্বাস
চল্লিশেও স্নিগ্ধ বলিউড ‘বার্বিডল’, দিন শুরু করেন কিশমিশ খেয়ে
বাংলাদেশের যে আচরণ এখন অভ্যাসে পরিণত হয়েছে ইধিকা পালের
বিচ্ছেদ হয়নি, দুই মাস ধরে তবুও আলাদা রাজ-পরী
আবারও জায়েদ খানকে আক্রমণ নিপুণের
বুবলী ও পরীমনিকে নিয়ে সিনেমা বানাতে চান ঝন্টু
‘প্রিয়তমা’ এখন চরফ্যাশনে ॥ দেখতে দর্শকদের ভীড়
পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল

আর্কাইভ