ভোলার সদুরচরে বখাটের হামলায় স্কুল ছাত্রী আহত

প্রচ্ছদ » অপরাধ » ভোলার সদুরচরে বখাটের হামলায় স্কুল ছাত্রী আহত
বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭



---
ভোলার পশ্চিম ইলিশার সদুরচরে ব্যাংকেরহাট কো-অপারেটিব মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটে সজিব। মঙ্গলবার সকালে সদুরচর এলাকায় আলী হোসেন ঘোষের বাড়ীর সামনে এই ঘটনা ঘটে। স্থানিয় ভুট্টু মাঝির মেয়ে ব্যাংকের হাট কো-অপারেটিব স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী আমেনা প্রাইভেট পড়ে বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানিয় তোফায়েল এর ছেলে সজিব স্কুল ছাত্রী আমেনার গতি রোধ করে এবং বিভিন্ন কু প্রস্তাব দেয়। সজিবের কুপ্রস্তাবে আমেনা রাজি না হওয়ায় সজিব আমেনার গাঁয়ের জামা টান দিয়ে শ্লিলতা হানির চেষ্টা করে। আমেনা চিৎকার দিলে বখাটে সজিব আমেনার উপর হামলা চালয় এবং তাকে মারধর করে। আমেনার আতœ-চিৎকারে স্থানিয়রা এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতারে ভর্তি করে। আহত আমেনা জানায় সজিব প্রায় সময় আমাকে উত্তক্ত করত এবং খারাপ প্রস্তাব দিত। মঙ্গলবার সকালে প্রাইবেট পড়ে বাসায় যাওয়ার সময় সজিব আমাকে কুপ্রস্তাব দেয়। আমি সজিবের প্রস্তাবে রাজি না হওয়ায় সজিব আমার শ্লিলতা হানির চেষ্টা করে এবং আমাকে মারধর করে।
স্থানিয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানায় সজিব বখাটে প্রকৃতির। সে প্রায়সময় স্কুল গামি মেয়েদের উত্তক্ত করে। স্থানিয় প্রভাব শালি মহলের সাথে সজিবের যোগাযোগ থাকায় কেউ তাকে কিছু বলতে সাহস পায়না।
এ ব্যপারে ব্যাংকেরহাট কো-অপারেটিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি এর তীব্রনিন্ধা জানাই এবং সাথে দোষিদের দৃষ্টান্তরমূলক শাস্থি দাবি করছি। ভিক্টিমের পরিবার সাংবাদিক দের যানান আমরা জেলাপ্রশাসন ও পুলিশ সুপার ও রাজনৈতিক মহলে কাছে এর সুস্থ বিচার দাবি করছি। আমার মেয়ের উপর বখাটে সজিবের হামলার সঠিক বিচার না হলে আমেনার পড়ালেখা এখানেই বন্ধ হয়ে যাবে। এব্যপারে ভোলা জজ আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সজিবের সাথে যোগাযেগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৩   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ