ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় ভোলায় মাঠ মহড়া অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় ভোলায় মাঠ মহড়া অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



আদিল হোসেন তপু ॥

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দ্বীপজেলা ভোলায় উপকূলের মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট মেঘনা নদীর পাড়ে এই মহড়া আয়োজন করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।

ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি মাঠ মহড়া আয়োজন করে। মে মাস দূর্যোগ প্রবণ সময়। এই সময় উপকুলীয় অঞ্চলে দূর্যোগের ঘনঘটা। সেই মূহুর্তে ভোলার নদীর পাড়ে ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া আয়োজন করা হয়।

---

আয়োজকরা জানান, সর্বস্তরের মানুষকে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এই মহড়া স্থানীয়দের দুর্যোগ সম্পর্কে সচেতন করবে বলে জানান।

মাঠ মহড়ায় প্রধান অতিথি ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক আব্দুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

এসময় তিনি আরো বলেন, উপকূলের দিকে ঘূর্ণিঝড় মোখা নামে একটি ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তারই পূর্ব প্রস্তুতি হিসাবে সিপিপির উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হলো।

এর মাধ্যমে স্থানীয় দুর্যোগ সম্পর্কে একটি ধারনা পেয়েছে। যে দুর্যোগ আসলে আমাদের কি করণীয় হওয়া উচিত। এই মহড়া অনেক কার্যকরী হবে যখন বাস্তবে দুর্যোগ আসার সাথে সাথে সবাই নিজেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিবেন।

উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতিসহ জানমালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়। মহড়া শেষে মহড়ায় অংশ নেওয়াদের মাঝে সম্মানা স্বারক তুলে দেন প্রধান অতিথি।

 

বাংলাদেশ সময়: ০:১১:৫১   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা



আর্কাইভ