শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রচ্ছদ » জেলা » ভোলায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসনের আয়োজনে সভায় ১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও প্রস্তুতি গ্রহণ করা হয়।

---

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর মো: শফিকুল ইসলাম, স্থানীয় বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজীত কুমার মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন প্রমূখ।
সভায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, তোপধ্বনি, পুস্পস্তবক অপর্ণ, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। একইসাথে ১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও নানান অনুষ্ঠানের কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০১   ১৯৪ বার পঠিত