ভোলায় নিহত ছাত্রদলের সভাপতির পরিবারকে জেলা ছাত্রদলের সহায়তা

প্রচ্ছদ » জেলা » ভোলায় নিহত ছাত্রদলের সভাপতির পরিবারকে জেলা ছাত্রদলের সহায়তা
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভোলা জেলা ছাত্রদল।বৃহ¯পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলমের বাড়িতে গিয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জেলা বিএনপি ও ছাত্রদলের নেত্রীবৃন্দ ওই নেতার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

---

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, জেলা ছাত্রদল নেতা নূর মোহম্মদ রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জানে আলম আকাশ প্রমূখ।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ জানান, আমরা ভোলা জেলা ছাত্রদল পক্ষ থেকে আমাদের নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ভাইয়ের পরিবারকে ২ লক্ষ টাকা সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও তার পরিবারের পাশে থেকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:২৮:২২   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই ॥ পাঁচ কোটি টাকা ক্ষতি
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে



আর্কাইভ