সবাইকে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: ভোলায় কর্মশালায় বক্তারা

প্রচ্ছদ » জেলা » সবাইকে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: ভোলায় কর্মশালায় বক্তারা
মঙ্গলবার, ২১ জুন ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ভোলায় সম্মনিত  কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২১ জুন) ভোলা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব আরিফ আহমেদ। জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  ভোলা জেলা কার্যালয়ের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম.পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম। কর্মশালার সঞ্চালনা করেন সহকারী কমিশনার নিগার সুলতানা।

---

কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ছেন। এসময় প্রধান অতিথি যুগ্ম সচিব আরিফ আহমেদ মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এজন্য তৃর্নমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
এসময় বক্তরা আরো বলেন, মাদক দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন আছে। কিন্তু এ আইন প্রয়োগ করে মাদক  রোধ করা  সম্ভব না। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়তে হবে। তাই মসজিদের ইমাম থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সবাইকে সভা, সমাবেশের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে  জানাতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ, দেশ গড়ে  তোলা সম্ভব হবে।
পরে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের স্ব স্ব মতামত প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০০   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই ॥ পাঁচ কোটি টাকা ক্ষতি
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে



আর্কাইভ