শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
মঙ্গলবার, ২৪ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ৯টায় জেলা শিশু একাডেমি, ভোলায় ৩০টি ইভেন্ট ৭ উপজেলা থেকে বিজয়ী প্রথম স্থান অধিকারকারী ২শতাধিক শিশুদের নিয়ে শুরু হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিকালে জেলা শিশু একাডেমি, হলরুমে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

---

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহুাম্মদ আখতার হোসেন, বাংলা বাজার ফাতেমা খানম কলেজের শিক্ষিকা রেহানা ফেরদৌসসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিশু একাডেমি, ভোলার আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুর মেধা ও মনন বিকাশে শিশু একাডেমি কাজ করে যাচ্ছে। আজকের শিশুই আগামী দিনে দেশ পরিচালনা করবে। শিশুদের প্রতি যতœ নিতে হবে। শিশুদের বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে  সাংস্কৃতিক চর্চা খেলাধুলা করারও সুযোগ দিতে অভিভাবকদের আহবান জানান। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

বাংলাদেশ সময়: ১:০৫:১২   ৪১৬ বার পঠিত