বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে মুগ্ধ করলো নুর ফাতেমা

প্রচ্ছদ » জেলা » বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে মুগ্ধ করলো নুর ফাতেমা
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২



আজকের ভোলা রিপোর্ট:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়ে সকলকে মুগ্ধ করলো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুর ফাতেমা। ৭ মার্চ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনিয়ে সকলকে মুগ্ধ করে দেয়  নুর ফাতেমা। এর আগে গত ৫ মার্চ জেলা প্রশাসন, ভোলা এবং বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলা শাখার আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায়ও বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে বিজয়ী হয় নুর ফাতেমা।

---

নুর ফাতেমা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের সম্পুর্ন  ভাষণটি মুখস্থ করতে পেরে সে অনেক আনন্দিত। সম্পুর্ন ভাষণটি চর্চা করার ফলে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও দেশের মানুষের জন্য ভালোবাসা দেখে তার দেশের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর ভাষণটি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন আদর্শ দেশপ্রেমিক হতে চাই।
তার পিতা মোঃ শরাফত হোসেন জানান, আমার মেয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সম্পুর্ন ভাষণটি আয়ত্ত করতে পেরেছে এবং খুব চমৎকারভাবে ভাষণটি দিচ্ছে তাই আমি অনেক আনন্দিত। আমরা তার সাফল্য কামনা করি।
তার বিদ্যালয়ের শিক্ষক এবং সহপাঠীরা জানান, ফাতেমার কন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে আমরা অনেক মুগ্ধ হয়েছি।
নুর ফাতেমা ভোলা জেলার ঐতিহ্যবাহী ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তার পিতা -মাতা দুজনই শিক্ষক। নুর ফাতেমা ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সদস্য।
নুর ফাতেমা এর আগেও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায়, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায়,রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৪৯:৫৮   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই ॥ পাঁচ কোটি টাকা ক্ষতি
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে



আর্কাইভ