সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ॥ শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌ পথে ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনকালে বানিজ্যমন্ত্রী

প্রচ্ছদ » জাতীয় » সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ॥ শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌ পথে ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনকালে বানিজ্যমন্ত্রী
শনিবার, ১১ নভেম্বর ২০১৭



---
ছোটন সাহা / আদিল হোসেন তপু ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধানে রয়েছে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের কথা তাই সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন নিয়ে বিএনপি’র সাথে কোন সংলাপ নেই। নির্বাচনে না এলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। যেমনটি হয়েছে ২০১৪ সালের নির্বাচনে না এসে। শনিবার সকালে শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌ পথে ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারীর আগে ৯০ দিনের মধ্যে যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে, কারন তাদের নির্বাচনে আসা ছাড়া কোন বিকল্প কিছু নেই। যদি না আসে তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে।
এসময় তিনি আরো বলেন, ভোলা জেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে  রক্ষার জন্য প্রায় ২ হাজার কোটি টাকার কাজ বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে ভোলায় ১ ট্রিলিয়ান গ্যাস পাওয়া গেছে। নতুন আরো একটি গ্যাস কূপ খননের কাজ শুরু হবে। সেখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেই গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। তখন ভোলাকে বাংলাদেশের সিঙ্গাপুর এর আদোলে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, ভোলাকে নিয়ে আামার অনেক স্বপ্ন। ভোলাকে মূল ভূগন্ডের সাথে সংযুক্ত করার  ভোলা-বরিশাল ব্রীজ নিমার্ন করা হবে। তখন পদ্মা সেতু হয়ে গেলে  ভোলা থেকে রাজধানীতে যেতে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। আর এই সম্ভাবনার জন্য ভোলাতে ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় শিল্পপ্রতিরা ভোলাতে ইন্ডাস্ট্রী গড়তে আগ্রহ প্রকাশ করছে।
এদিকে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, এর সরকারের আমলে এক হাজার ৩০০ নৌপথ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২১টি ড্রেজারসহ আরো ২০ টি ড্রেজার নির্মানের পরিকল্পনা করা হয়েছে। ৩৮ বছরের ২০টি ফেরী নির্মান হলেও খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় একটা ফেরীও ক্রয় করেনি। কিন্তু বর্তমান সরকারের মেয়াদে ১৭টি ফেরী নির্মান করা হয়েছে।
ভোলা সদরের ভেদুরিয়া ফেরীঘাট টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমান্ডার এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুস, যুব লীগের সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান আতিক, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: আবু সায়েম, অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ।

বাংলাদেশ সময়: ২২:১১:৩৬   ৭৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ