চরফ্যাশনে জমির বিরোধে ৩ জনকে কুপিয়ে আহত

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে জমির বিরোধে ৩ জনকে কুপিয়ে আহত
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২



চরফ্যাশন প্রতিনিধি ॥
জমিজমার বিরোধ নিয়ে ৩ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন ভূক্তভোগী সাদেক হাওলাদার (৫৫) বলেন, ওমরাবাজ মৌজায় আমাদের ক্রয়কৃত ৩২শতাংশ জমি ভোগদখলে রয়েছে। গত ৯ফেব্রুয়ারী জমিতে ধান চাষ দেয়ার সময় একই এলাকার মৃত ইউনুস মহাজনের ছেলে মেহেদী হাসান উজ্জল ওই জমি তাদের দাবি করে প্রায় ১০-১২জন একত্রিত হয়ে দা’ছেনি ও শাবল,লাঠিঁসোটা এবং লোহার রড নিয়ে আমাকে ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা করে। তিনি আরো বলেন, ওই জমি নিয়ে পূর্ব থেকে দীর্ঘদিনের বিরোধ থাকায় প্রতিপক্ষ গং জমিটি জোরজবর দখলের পায়তারা করে আসছে। ঘটনার দিন সকালে আমি ও আমার পরিবারের লোকজনসহ জমিতে ইরি ধানের চারা রোপণ করার সময় প্রতিপক্ষ উজ্জল,গোলেনুর বেগম,মন্নান হাওলাদার ও ঝুমা বেগমসহ আরো একাধীক লোকজন নিয়ে এসে আমার রোপণকৃত চারা জোরপূর্বক উপড়ে ফেলে। আমি বাঁধা দিয়ে জিজ্ঞেস করতে গেলে উজ্জলসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা এবং বহিরাগত লোকজন তাঁদের হাতে থাকা দেশিও অস্ত্র দিয়ে আমাকে ও আমার স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও আমার ভাই মো.মনির (৩৫)কে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও থেতলা জখম করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এসময় আমাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এলে প্রতিপক্ষ গং আমাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে বলেও হুমকি দিয়ে দিয়ে যায়। এ ঘটনায় আমি চিকিৎসাধীন অবস্থায় শশিভূষণ থানায় একটি মামলা দায়ের করি। হামলার অভিযোগ অস্বিকার করে উজ্জলের বোন ঝুমা বেগম জানান, সাদেক গং উজ্জল ও তাঁর মা গোলেনুর বেগম এবং তাঁকে প্রথমে বেধরক মারধর করে আহত করে। এবং ওই জমিটি তাঁর বাবা ইউনুস মহাজনের মৃত্যুর পরে পিতার ওয়ারিস হিসেবে তাঁরা ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন ঝুমা বেগম। এ বিষয়ে শশিভূষণ থানার মামলার আয়ু এসআই সোলাইমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিটি নিয়ে এর আগেও  একাধকিবার শালিস ফয়সালা হয়েছে।
স্থানীয় সূত্রে জানতে পেরেছি ওই জমির পাশে আরাআরি লম্বা একটি জমি রয়েছে আর সেই জমিটি উজ্জল গং সাদেক গংকে ভোগদখল করার প্রস্তাব করছে কিন্তু সাদেক গং তাতে নারাজ। মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। তবে সাদেক গং থানায় মামলা দায়ের করলে পুলিশ উজ্জলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৪   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা



আর্কাইভ