ভোলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শুভেচছা

প্রচ্ছদ » জেলা » ভোলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শুভেচছা
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম মহোদয় কে নব নির্বাচিত ভোলা সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যানবৃন্দরা ফুলেল শুভেচছা অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ৫ম ধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানবৃন্দরা শপথ গ্রহনের পরের দিন জেলা প্রশাসক ও পুলিশ কার্যালয়ের হলরুমে এসে এই শুভেচ্ছা জানান।

---

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, দেশের অন্যান্য জেলায় নির্বাচনী সহিংসতা প্রাণ হানির ঘটনা ঘটলেও ভোলায় একটি প্রাণ হানির ঘটনাও ঘটেনি। পুলিশ সদস্যরা জনগণের যানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করেছে। জনগণের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে আপনাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে এবং মাদক নিমূর্লে আপনিরা আমাদের কে সঠিক তথ্য দিয়ে মাদক নিমূলে সাহায্য করবেন।
জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্যেশে বলেন, আপনিরা যারা নির্বাচিত হয়েছেন তারা বাল্য বিবাহের দিকে নজর দিবেন যাহাতে কোন ভাবে বাল্য বিবাহ না হয়। তিনি আরো বলেন, আশা করি জনগণ যেই আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে সেই আশা পূরণে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, আলীনগর ইউপি চেয়ারম্যান মোঃ বশির আহমেদ, দক্ষিণ দিঘলদী ইউপি চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম স্বপন, উত্তর দিঘলদী ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুর, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ২নং পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, রাজাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ৩নং পশ্চিম ইলিশা ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০৮:১৭   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ