ভোলায় ৩ নারী বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

প্রচ্ছদ » জেলা » ভোলায় ৩ নারী বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২



স্টাফ রিপোর্টার ॥
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভোলার ৩ মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। সম্মাননা প্রাপ্ত ৩ মহিলা মুক্তিযোদ্ধা হলেন ফরিদা বেগম (চরফ্যাশন), নুরন্নাহার (দৌলতখান), বিন্দু রানীশর্মা (বোরহানউদ্দিন)।

---

এসময় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ আবাদ বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে পুরুষ দের পাশাপাশি মহিলা বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহণ ছিলো বীরত্বগাঁথা।
সম্মাননা অনুষ্ঠানে ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা জেলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবু হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: অহিদুর রহমান প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২ এর আয়োজন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে ঢাকায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। এসময় ভোলা জেলা প্রশাসক  সম্মেলন কক্ষ হতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ভোলা জেলা প্রশাসকসহ অন্যান্য  অতিথিরা।

বাংলাদেশ সময়: ০:০৬:০৯   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ